সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫
The Dhaka News Bangla

‘৫০ লাখ ফ্যামিলি কার্ড ও ১ কোটি কর্মসংস্থান করবে বিএনপি’

‘৫০ লাখ ফ্যামিলি কার্ড ও ১ কোটি কর্মসংস্থান করবে বিএনপি’

নতুন করে আবারও খাল খনন কর্মসূচি শুরু করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় এলে প্রথম দিকে ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার এবং ১ কোটি মানুষের জন্য কর্মসংস্থান তৈরির পরিকল্পনা রয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ প্রতিশ্রুতি দেন তিনি।

আগামীতে রাষ্ট্র পরিচালনায় দল ও নিজের পরিকল্পনা নিয়ে তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন উনি খাল খনন প্রকল্প গ্রহণ করেছিলেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ বিএনপিকে আবার দেশ পরিচালনার সুযোগ দিলে এই খাল খননের কাজ আবার শুরু করবো।

আগামীতে রাষ্ট্র গঠনে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে আমাদের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, কৃষকদের উন্নয়নের জন্য আমরা ফার্মার কার্ড চালু করেছি। এর মাধ্যমে বিনামূল্যে সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরকারের পক্ষ থেকে বিতরণ করা হবে। ফলে, ধীরে ধীরে একজন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকও স্বাবলম্বী হতে সক্ষম হবে।

তারেক রহমান বলেন, অতীতে তিন ফসল ফলানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। বিএনপির আগামী দিনের পরিকল্পনায় ইতোমধ্যে এ বিষয়টি স্থান পেয়েছে। বিএনপি ক্ষমতায় এলে কৃষির উন্নতিতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।

দেশের গণতন্ত্রকে ব্যাহত করার ষড়যন্ত্র এখনো চলছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, সামনের যুদ্ধটা অনেক কঠিন। ঐক্যবদ্ধ না হতে পারলে সামনে ভয়াবহ কিছু অপেক্ষা করছে। আন্দোলনের সময় যেমন জনগণকে বুঝিয়েছিলে, তেমনি দেশ গড়ার পরিকল্পনা সম্পর্কেও তাদের বোঝাতে হবে, সম্পৃক্ত করতে হবে। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো কিছুই বাস্তবায়ন সম্ভব নয়।

মনোনয়ন নিয়ে বিরোধের দিকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নয়, মুখ্য ধানের শীষ, দল এবং দেশের উন্নয়ন পরিকল্পনা। কম-বেশি যেটা ভালো মনে হয়েছে, সেই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। তোমার এলাকায় প্রার্থী ঘোষণা হয়েছে; হয়তো তুমি যাকে পছন্দ করতে, সে মনোনয়ন পায়নিযে পেয়েছে তার সঙ্গে তোমার যোগাযোগ কম। কিন্তু আরে ভাই, তুমি তো প্রার্থীর জন্য নয়, তুমি ধানের শীষের জন্য, দলের জন্য! এখানে প্রার্থী মুখ্য নয়, মুখ্য তোমার দল, দেশের উন্নয়ন পরিকল্পনা, মুখ্য ধানের শীষ।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫


‘৫০ লাখ ফ্যামিলি কার্ড ও ১ কোটি কর্মসংস্থান করবে বিএনপি’

প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫

featured Image
নতুন করে আবারও খাল খনন কর্মসূচি শুরু করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় এলে প্রথম দিকে ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার এবং ১ কোটি মানুষের জন্য কর্মসংস্থান তৈরির পরিকল্পনা রয়েছে।সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ প্রতিশ্রুতি দেন তিনি।আগামীতে রাষ্ট্র পরিচালনায় দল ও নিজের পরিকল্পনা নিয়ে তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন উনি খাল খনন প্রকল্প গ্রহণ করেছিলেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ বিএনপিকে আবার দেশ পরিচালনার সুযোগ দিলে এই খাল খননের কাজ আবার শুরু করবো।আগামীতে রাষ্ট্র গঠনে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে আমাদের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, কৃষকদের উন্নয়নের জন্য আমরা ফার্মার কার্ড চালু করেছি। এর মাধ্যমে বিনামূল্যে সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরকারের পক্ষ থেকে বিতরণ করা হবে। ফলে, ধীরে ধীরে একজন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকও স্বাবলম্বী হতে সক্ষম হবে।তারেক রহমান বলেন, অতীতে তিন ফসল ফলানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। বিএনপির আগামী দিনের পরিকল্পনায় ইতোমধ্যে এ বিষয়টি স্থান পেয়েছে। বিএনপি ক্ষমতায় এলে কৃষির উন্নতিতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।দেশের গণতন্ত্রকে ব্যাহত করার ষড়যন্ত্র এখনো চলছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, সামনের যুদ্ধটা অনেক কঠিন। ঐক্যবদ্ধ না হতে পারলে সামনে ভয়াবহ কিছু অপেক্ষা করছে। আন্দোলনের সময় যেমন জনগণকে বুঝিয়েছিলে, তেমনি দেশ গড়ার পরিকল্পনা সম্পর্কেও তাদের বোঝাতে হবে, সম্পৃক্ত করতে হবে। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো কিছুই বাস্তবায়ন সম্ভব নয়।মনোনয়ন নিয়ে বিরোধের দিকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নয়, মুখ্য ধানের শীষ, দল এবং দেশের উন্নয়ন পরিকল্পনা। কম-বেশি যেটা ভালো মনে হয়েছে, সেই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। তোমার এলাকায় প্রার্থী ঘোষণা হয়েছে; হয়তো তুমি যাকে পছন্দ করতে, সে মনোনয়ন পায়নি—যে পেয়েছে তার সঙ্গে তোমার যোগাযোগ কম। কিন্তু আরে ভাই, তুমি তো প্রার্থীর জন্য নয়, তুমি ধানের শীষের জন্য, দলের জন্য! এখানে প্রার্থী মুখ্য নয়, মুখ্য তোমার দল, দেশের উন্নয়ন পরিকল্পনা, মুখ্য ধানের শীষ।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত