জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে। একই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী হওয়ার কারণে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সকাল সাড়ে ৮টার দিকে মামুনকে আদালতে হাজির করা হয়। পরে বেলা সাড়ে ১১টায় তাকে কাঠগড়ায় তোলা হয়। তখন তার পরনে ছিল হালকা আকাশী রঙের হাফ শার্ট ও খাকি প্যান্ট।
বেলা ১২টা ৩৫ মিনিটে রায় পড়া শুরু হলে তিনি আদালত কক্ষের কাচঘরে বসে পাশে থাকা টেলিভিশনে ট্রাইব্যুনালের কার্যক্রম দেখছিলেন। রায় ঘোষণার সময় তার হাতে ছিল সবুজ রঙের ডিজিটাল তাসবিহ, যা তিনি নীরবে গুনছিলেন। রায়ের কিছুক্ষণ পর তিনি চোখ বুজে স্থির হয়ে বসে থাকেন।
আদালত থেকে বের করে আনার সময় সাবেক আইজিপি মামুন বলেন, ‘আমাকে ক্ষমা করবেন। আমি লজ্জিত।’

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৫

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে