সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
The Dhaka News Bangla

কিছু লোক ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি উত্তেজিত করতে চায়: স্বরাষ্ট্র উপদেষ্টা

কিছু লোক ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি উত্তেজিত করতে চায়: স্বরাষ্ট্র উপদেষ্টা

ধানমন্ডি ৩২ নম্বরের উত্তেজনা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি উত্তেজিত করতে চাইছে। তাদের নিজস্ব স্বার্থ রয়েছে। তিনি বলেন, ‘আমাদের ছেলেমেয়েদের বোঝাতে হবেএ ধরনের কাজের প্রয়োজন নেই। যারা উস্কানি দেয়, তারা বিভিন্ন উদ্দেশ্যে এটি করে।’ সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সার্বিক পরিস্থিতি আতঙ্কজনক নয়। ছোটখাটো কিছু ঘটনা ঘটলেও বড় ধরনের কিছু হয়নি। ককটেল বিস্ফোরণের সঙ্গে যারা জড়িত, তাদের ধরা হচ্ছে। ডিএমপি কমিশনারের গুলির নির্দেশনার বিষয়ে তিনি বলেন, সেলফ ডিফেন্সের অধিকার সব নাগরিকের আছে।

শেখ হাসিনাকে ফেরাতে আবারও চিঠি পাঠানোর বিষয়ে তিনি বলেন, প্রয়োজন হলে সেই উদ্যোগ নেওয়া হবে।

এর আগে দুপুরে ঢাকা কলেজের সামনে থেকে কিছু বিক্ষুব্ধ শিক্ষার্থী বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২এর দিকে মিছিল শুরু করেন। সেখানে গিয়ে তারা শেখ হাসিনার ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে পুলিশ মিছিলটি থামানোর চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়াপাল্টা ধাওয়া শুরু হয়। সেনাবাহিনী ঘটনাস্থলে এসে দুটো বুলডোজার আটক করে

বিষয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫


কিছু লোক ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি উত্তেজিত করতে চায়: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৫

featured Image
ধানমন্ডি ৩২ নম্বরের উত্তেজনা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি উত্তেজিত করতে চাইছে। তাদের নিজস্ব স্বার্থ রয়েছে। তিনি বলেন, ‘আমাদের ছেলেমেয়েদের বোঝাতে হবে—এ ধরনের কাজের প্রয়োজন নেই। যারা উস্কানি দেয়, তারা বিভিন্ন উদ্দেশ্যে এটি করে।’ সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, সার্বিক পরিস্থিতি আতঙ্কজনক নয়। ছোটখাটো কিছু ঘটনা ঘটলেও বড় ধরনের কিছু হয়নি। ককটেল বিস্ফোরণের সঙ্গে যারা জড়িত, তাদের ধরা হচ্ছে। ডিএমপি কমিশনারের গুলির নির্দেশনার বিষয়ে তিনি বলেন, সেলফ ডিফেন্সের অধিকার সব নাগরিকের আছে।শেখ হাসিনাকে ফেরাতে আবারও চিঠি পাঠানোর বিষয়ে তিনি বলেন, প্রয়োজন হলে সেই উদ্যোগ নেওয়া হবে।এর আগে দুপুরে ঢাকা কলেজের সামনে থেকে কিছু বিক্ষুব্ধ শিক্ষার্থী বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২–এর দিকে মিছিল শুরু করেন। সেখানে গিয়ে তারা শেখ হাসিনার ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে পুলিশ মিছিলটি থামানোর চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া শুরু হয়। সেনাবাহিনী ঘটনাস্থলে এসে দুটো বুলডোজার আটক করে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত