বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
The Dhaka News Bangla

একরাতেই নদীতে ফেলা হলো ১২ হাজার ঘনফুট পাথর

একরাতেই নদীতে ফেলা হলো ১২ হাজার ঘনফুট পাথর

সিলেটে লাগামহীন লুটপাটের বিরুদ্ধে সাদা পাথর রক্ষায় যৌথ বাহিনীর অভিযান চলছে। এই অভিযানে রাস্তায় আটকে রাখা হয়েছে প্রায় আড়াই শতাধিক পাথর বোঝাই ট্রাক।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে সিলেট-ভোলাগঞ্জ সড়কের বিমানবন্দর এলাকায় সেনাবাহিনীর চেকপোস্টে আটকে ছিল এসব ট্রাক।

টহল দল জানায়, বুধবার রাত ১২টা থেকে এই অভিযান শুরু হয়েছে। অভিযানে পাথরবাহী ট্রাক ও পিকআপ আটক করা হয়েছে। এসবের মধ্যে ভারত থেকে আমদানিকৃত পাথর বোঝাই এলসি ট্রাক যাচাই-বাছাই শেষে ছেড়ে দেওয়া হচ্ছে। আর জব্দকৃত ট্রাক থেকে মূল পর্যটন স্পটে পাথর প্রতিস্থাপন চলমান।

এর আগে, গতকাল সিলেটের ধলাই নদীর তীরবর্তী সাদা পাথর এলাকা থেকে চুরি হওয়া পাথর উদ্ধারে জেলা প্রশাসনের অভিযান জোরদার হয়েছে। ইতোমধ্যে প্রায় ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় সিলেট ও বিভাগীয় প্রশাসনের উদ্যোগে সিলেট সার্কিট হাউজে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্মিলিত সভায় সিলেট জেলা প্রশাসন জানায় যে, ২৪ ঘণ্টা সাদা পাথর এলাকায় যৌথ বাহিনী দায়িত্ব পালন করবে এবং পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে

একইদিন সকালে দুদক সিলেট কার্যালয়ের ৯ সদস্যের একটি দল সাদা পাথর পর্যটন এলাকা পরিদর্শন করে। পরিদর্শন শেষে লুটের ব্যাপারে স্থানীয় প্রশাসনের অবহেলা থাকতে পারে বলে মন্তব্য করে দুদক।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫


একরাতেই নদীতে ফেলা হলো ১২ হাজার ঘনফুট পাথর

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৫

featured Image
সিলেটে লাগামহীন লুটপাটের বিরুদ্ধে সাদা পাথর রক্ষায় যৌথ বাহিনীর অভিযান চলছে। এই অভিযানে রাস্তায় আটকে রাখা হয়েছে প্রায় আড়াই শতাধিক পাথর বোঝাই ট্রাক।বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে সিলেট-ভোলাগঞ্জ সড়কের বিমানবন্দর এলাকায় সেনাবাহিনীর চেকপোস্টে আটকে ছিল এসব ট্রাক।টহল দল জানায়, বুধবার রাত ১২টা থেকে এই অভিযান শুরু হয়েছে। অভিযানে পাথরবাহী ট্রাক ও পিকআপ আটক করা হয়েছে। এসবের মধ্যে ভারত থেকে আমদানিকৃত পাথর বোঝাই এলসি ট্রাক যাচাই-বাছাই শেষে ছেড়ে দেওয়া হচ্ছে। আর জব্দকৃত ট্রাক থেকে মূল পর্যটন স্পটে পাথর প্রতিস্থাপন চলমান।এর আগে, গতকাল সিলেটের ধলাই নদীর তীরবর্তী সাদা পাথর এলাকা থেকে চুরি হওয়া পাথর উদ্ধারে জেলা প্রশাসনের অভিযান জোরদার হয়েছে। ইতোমধ্যে প্রায় ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে।বুধবার সন্ধ্যায় সিলেট ও বিভাগীয় প্রশাসনের উদ্যোগে সিলেট সার্কিট হাউজে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্মিলিত সভায় সিলেট জেলা প্রশাসন জানায় যে, ২৪ ঘণ্টা সাদা পাথর এলাকায় যৌথ বাহিনী দায়িত্ব পালন করবে এবং পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।একইদিন সকালে দুদক সিলেট কার্যালয়ের ৯ সদস্যের একটি দল সাদা পাথর পর্যটন এলাকা পরিদর্শন করে। পরিদর্শন শেষে লুটের ব্যাপারে স্থানীয় প্রশাসনের অবহেলা থাকতে পারে বলে মন্তব্য করে দুদক।

The Dhaka News Bangla


কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত