শনিবার, ০২ আগস্ট ২০২৫
The Dhaka News Bangla

সূচি পেছানোর আবেদন বাতিল, নির্ধারিত সময়েই মাঠে নামবে রিয়াল মাদ্রিদ

সূচি পেছানোর আবেদন বাতিল, নির্ধারিত সময়েই মাঠে নামবে রিয়াল মাদ্রিদ
ছবি সংগৃহীত

নতুন লা লিগা মৌসুম শুরুর আগে বাড়তি বিশ্রাম চেয়েছিল রিয়াল মাদ্রিদ। কারণ হিসেবে দেখিয়েছিল ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ এবং দীর্ঘ সফরের ক্লান্তি। কিন্তু স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) তাদের সেই আবেদন একেবারেই আমলে নেয়নি।

রিয়াল চেয়েছিল, তাদের প্রথম লিগ ম্যাচটি কিছুদিন পিছিয়ে দেওয়া হোক। তবে আরএফইএফ জানিয়েছে, এ ধরনের সূচি পরিবর্তনের একমাত্র ভিত্তি হতে পারে ‘ফোর্স মেজর’ বা এমন পরিস্থিতি যা বাধ্যতামূলক ও অপ্রতিরোধ্য। রিয়ালের আবেদন সেই মানদণ্ডে পড়ে না বলেই জানানো হয়েছে।

ফলে, সবকিছু ঠিক থাকলে ১৯ আগস্ট ওসাসুনার বিপক্ষে ঘরের মাঠেই নতুন লিগ অভিযানে নামবে লস ব্লাঙ্কোসরা।

এর আগে জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে অংশ নিয়েছিল রিয়াল। সেখানে ৯ জুলাই সেমিফাইনালে পিএসজির কাছে হেরে বিদায় নেয় দলটি। বিশ্বকাপ শেষ করে তারা কিছুটা বিশ্রাম এবং প্রস্তুতির সময় পেতে চেয়েছিল।

রিয়াল দাবি করে, ওসাসুনাও ম্যাচ পেছানোর ব্যাপারে রাজি ছিল। কিন্তু আরএফইএফ জানায়, ওসাসুনা এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এদিকে লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস রিয়ালের আবেদনের কড়া সমালোচনা করে বলেন, ‘এই আবেদন অযৌক্তিক। রিয়াল ক্লাব বিশ্বকাপ থেকে যে অর্থ আয় করেছে, তার তুলনায় সামান্য কম বিশ্রাম নিয়ে মাঠে নামা খুব একটা বড় বিষয় হওয়ার কথা নয়।’

সব মিলিয়ে, রিয়াল মাদ্রিদকে এবার সময়মতোই লা লিগা শুরু করতে হচ্ছে—বিশ্রামের আবদার ধোপে টেকেনি।

বিষয় : খেলাধুলা

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শনিবার, ০২ আগস্ট ২০২৫


সূচি পেছানোর আবেদন বাতিল, নির্ধারিত সময়েই মাঠে নামবে রিয়াল মাদ্রিদ

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৫

featured Image
নতুন লা লিগা মৌসুম শুরুর আগে বাড়তি বিশ্রাম চেয়েছিল রিয়াল মাদ্রিদ। কারণ হিসেবে দেখিয়েছিল ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ এবং দীর্ঘ সফরের ক্লান্তি। কিন্তু স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) তাদের সেই আবেদন একেবারেই আমলে নেয়নি।রিয়াল চেয়েছিল, তাদের প্রথম লিগ ম্যাচটি কিছুদিন পিছিয়ে দেওয়া হোক। তবে আরএফইএফ জানিয়েছে, এ ধরনের সূচি পরিবর্তনের একমাত্র ভিত্তি হতে পারে ‘ফোর্স মেজর’ বা এমন পরিস্থিতি যা বাধ্যতামূলক ও অপ্রতিরোধ্য। রিয়ালের আবেদন সেই মানদণ্ডে পড়ে না বলেই জানানো হয়েছে।ফলে, সবকিছু ঠিক থাকলে ১৯ আগস্ট ওসাসুনার বিপক্ষে ঘরের মাঠেই নতুন লিগ অভিযানে নামবে লস ব্লাঙ্কোসরা।এর আগে জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে অংশ নিয়েছিল রিয়াল। সেখানে ৯ জুলাই সেমিফাইনালে পিএসজির কাছে হেরে বিদায় নেয় দলটি। বিশ্বকাপ শেষ করে তারা কিছুটা বিশ্রাম এবং প্রস্তুতির সময় পেতে চেয়েছিল।রিয়াল দাবি করে, ওসাসুনাও ম্যাচ পেছানোর ব্যাপারে রাজি ছিল। কিন্তু আরএফইএফ জানায়, ওসাসুনা এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।এদিকে লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস রিয়ালের আবেদনের কড়া সমালোচনা করে বলেন, ‘এই আবেদন অযৌক্তিক। রিয়াল ক্লাব বিশ্বকাপ থেকে যে অর্থ আয় করেছে, তার তুলনায় সামান্য কম বিশ্রাম নিয়ে মাঠে নামা খুব একটা বড় বিষয় হওয়ার কথা নয়।’সব মিলিয়ে, রিয়াল মাদ্রিদকে এবার সময়মতোই লা লিগা শুরু করতে হচ্ছে—বিশ্রামের আবদার ধোপে টেকেনি।

The Dhaka News Bangla


কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত