
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে ৩ আগস্ট শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদল, জানিয়েছেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বুধবার (৩০ জুলাই) রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সভাপতি বলেন, ৩ আগস্টে শহীদ মিনারে ছাত্র সমাবেশ জুন মাসে ঘোষণা করা হয়েছিল। কিন্তু একই জায়গায় সমাবেশের ঘোষণা দেয় এনসিপি। একই এলাকায় দুটি সমাবেশ হলেও সংঘর্ষের কোনো সম্ভাবনা নেই। তারপরও কোনো ফাঁদে পা দেবে না ছাত্রদল।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, ৪০টি সুপারিশের মধ্যে ৩-৪টি গৃহীত হয়েছে। তারপরও নির্বাচনের তফসিল ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে ছাত্রদল।
শনিবার, ০২ আগস্ট ২০২৫
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৫
যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে