সোমবার, ০৬ অক্টোবর ২০২৫
The Dhaka News Bangla

জামায়াত দল নিয়ন্ত্রণ করেছে, দেশও নিয়ন্ত্রণ করতে পারবে : জামায়াত আমির

জামায়াত দল নিয়ন্ত্রণ করেছে, দেশও নিয়ন্ত্রণ করতে পারবে :  জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত দলটি যেমন নিয়ন্ত্রণ করেছে, তেমনি তারা দেশের নিয়ন্ত্রণও করতে সক্ষম হবে।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের রুকন সম্মেলনে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম ইসলাম। আমরা ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সবার সহযোগিতা চাই।’

জামায়াত নেতাদের কোনো বেগম পাড়া বা পিসি পাড়া নেই দাবি করে তিনি বলেন, ‘গত ৫৪ বছরে বাংলাদেশের একজন নাগরিকের প্রতিও অবিচার করেনি জামায়াত। জামায়াত যেমনি দল নিয়ন্ত্রণ করেছে, যেমনি দেশও নিয়ন্ত্রণ করতে পারবে।’

গত সাড়ে ১৫ বছরে দেশ বিচারের নামে প্রহসন দেখেছে বলেও অভিযোগ করেন ডা. শফিকুর রহমান।

কুরআনের আইন কার্যকর হলে নারীরা ঘর থেকে বের হতে পারবেন না, এমন অভিযোগের বিরুদ্ধে তিনি মন্তব্য করেন যে, ইসলামে নারীদের যে সম্মান দেয়া হয়েছে, তা অন্য কোনো ধর্মে দেখা যায় না। চাকরি, ব্যবসা এবং অন্যান্য ক্ষেত্রে নারীরা অংশগ্রহণ করে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখবে। জামায়াতে ইসলামী তাদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, ‘জামায়াতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে। ইসলাম ও দেশপ্রেমিক সবাইকে সঙ্গে নিয়ে পথ চলতে চাই আমরা।’

বিষয় : বাংলাদেশ জামায়াতে ইসলামী জামায়াত আমির

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ০৬ অক্টোবর ২০২৫


জামায়াত দল নিয়ন্ত্রণ করেছে, দেশও নিয়ন্ত্রণ করতে পারবে : জামায়াত আমির

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৫

featured Image
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত দলটি যেমন নিয়ন্ত্রণ করেছে, তেমনি তারা দেশের নিয়ন্ত্রণও করতে সক্ষম হবে।শুক্রবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের রুকন সম্মেলনে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।জামায়াত আমির বলেন, ‘পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম ইসলাম। আমরা ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সবার সহযোগিতা চাই।’জামায়াত নেতাদের কোনো বেগম পাড়া বা পিসি পাড়া নেই দাবি করে তিনি বলেন, ‘গত ৫৪ বছরে বাংলাদেশের একজন নাগরিকের প্রতিও অবিচার করেনি জামায়াত। জামায়াত যেমনি দল নিয়ন্ত্রণ করেছে, যেমনি দেশও নিয়ন্ত্রণ করতে পারবে।’গত সাড়ে ১৫ বছরে দেশ বিচারের নামে প্রহসন দেখেছে বলেও অভিযোগ করেন ডা. শফিকুর রহমান।কুরআনের আইন কার্যকর হলে নারীরা ঘর থেকে বের হতে পারবেন না, এমন অভিযোগের বিরুদ্ধে তিনি মন্তব্য করেন যে, ইসলামে নারীদের যে সম্মান দেয়া হয়েছে, তা অন্য কোনো ধর্মে দেখা যায় না। চাকরি, ব্যবসা এবং অন্যান্য ক্ষেত্রে নারীরা অংশগ্রহণ করে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখবে। জামায়াতে ইসলামী তাদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে।তিনি আরও বলেন, ‘জামায়াতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে। ইসলাম ও দেশপ্রেমিক সবাইকে সঙ্গে নিয়ে পথ চলতে চাই আমরা।’

The Dhaka News Bangla


কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত