আজ সন্ধ্যায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ কাকরাইলস্থ জাতীয় পার্টির কার্যালয় অতিক্রম করার সময় হামলার শিকার হয়। এতে সংঘর্ষের সুত্রপাত হলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরবর্তীতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে আবার মিছিলটি জাতীয় পার্টির কার্যালয়ের দিকে আসলে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথদল গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের উপর নির্বিচার হামলা চালায়। এতে গুরুতর আহত হন ভিপি নুরুল হক নুর সহ প্রায় পঞ্চাশ নেতাকর্মী। ভিপি নুর সহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের উপর এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রায় দুই হাজার শহীদ ও বিশ হাজার আহতের রক্তের উপর একটি গণঅভ্যুত্থান সংগঠিত হওয়ার পরও দেশের বিভিন্ন বাহিনী আজও ফ্যাসীবাদ মুক্ত হয়নি। আওয়ামী ফ্যাসীবাদের সময়ে এই আইনশৃংখলা বাহিনী যেভাবে একটি দলীয় লাঠিয়াল বাহিনী হিসেবে ভুমিকা রেখেছে এখনও তারা একই কায়দায় ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা নুরুল হক নুর ও তার দলের নেতাকর্মীদের উপর নির্বিচার হামলা চালিয়েছে। আমরা সশস্ত্রবাহিনী ও পুলিশের এই ধরনের হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। তাঁরা বলেন, ফ্যাসীবাদের অন্যতম দোসর ও গণহত্যাকারীদের সহোযোগী রাজনৈতিক দল হিসেবে অবিলম্বে জাতীয় পার্টির নেতাদের বিচারের আওতায় আনতে হবে এবং দল হিসেবেও জাতীয় পার্টির বিচার করতে হবে। নেতৃবৃন্দ এই হামলায় জড়িত সকল বাহিনীর সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।টিডিএন