দেশের জন্য এই মুহূর্তে খালেদা জিয়াকে অনেক বেশি প্রয়োজন: বাবর
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং নেত্রকোনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, আমাদের নেত্রী গণতন্ত্রের মানসকন্যা, আপসহীন নেত্রী এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি শুধু আমাদের নেত্রী নন, বরং আমাদের মেন্টরও। বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন। যদিও তার দলের জন্য প্রয়োজন নেই, তবে এই মুহূর্তে তিনি দেশের, জাতির এবং জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে লুৎফুজ্জামান বাবর তার নির্বাচনী এলাকা নেত্রকোনা মদন উপজেলার কুলিয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।তিনি বলেন, আমরা নেত্রীর সুস্থতার জন্য দোয়া করছি। আপনারাও সবাই দোয়া করবেন। গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মানুষ যদি নেত্রীর জন্য দোয়া করেন, তাহলে তিনি অবশ্যই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন বলে বিশ্বাস করি। কারণ, আল্লাহ চাইলে সব পারেন। তিনি যখন বলেন, ‘খুন ফায়া খুন’ হয়ে যাও। তখন সঙ্গে সঙ্গে সবকিছু হয়ে যায়।লুৎফুজ্জামান বাবর নিজের কথা উল্লেখ করে বলেন, আমি সাড়ে ১৭ বছর জেলে ছিলাম। আমাকে তিনটা মৃত্যুদণ্ড ও তিনটা যাবজ্জীবন দণ্ডসহ অনেকগুলো দণ্ড দেওয়া হয়েছিল। আমি কখনো ভাবিনি, এভাবে আবারো আপনাদের মাঝে ফিরে আসতে পারব। কিন্তু আল্লাহ আমাকে আপনাদের মাঝে আবারো ফিরিয়ে দিয়েছেন। এ জন্য আল্লাহ তায়ালার কাছে হাজার কোটি শোকরিয়া।মদন ইউনিয়ন বিএনপির সভাপতি সুলতান আকন্দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাফর ইকবাল সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে এলাকার শত শত নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।এছাড়া একই দিনে মদন উপজেলার ফচিকা, বুড়াপীরের মাজার মাদরাসা, কাপাসাসিয়া, গঙ্গানগরসহ অন্তত দশটি স্থানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দিনব্যাপী দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে লুৎফুজ্জামান বাবর নিজ এলাকার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।