নুরের ওপর হামলায় জামায়াত জড়িত : ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় জামায়াতে ইসলামী সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। তার দাবি, পরিকল্পিতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত করার লক্ষ্যে জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্যারিস রোড এলাকায় শাখা ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।কর্মসূচিটি আয়োজন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবিরের সভাপতি প্রার্থীর বিরুদ্ধে রিট করা এক নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাবি শাখার ছাত্রী নেত্রীদের হয়রানি এবং সারাদেশে নারী শিক্ষার্থীদের ওপর অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে।আমানউল্লাহ আমান বলেন,“ছাত্রশিবিরের মূল সংগঠন জামায়াতে ইসলামী। তারা এ মুহূর্তে কোনো নির্বাচন চায় না। নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য তারা ইচ্ছাকৃতভাবে দেশে বিশৃঙ্খলা ছড়িয়ে দিচ্ছে। নুরুল হক নুরের ওপর হামলাসহ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনেক ঘটনার উভয়পক্ষেই জামায়াতের লোকজনের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তারা ভেতরে ঢুকে পরিস্থিতি ঘোলাটে করে পরে দাবি করছে দেশে নির্বাচনের পরিবেশ নেই। আসলেই তাদের মূল লক্ষ্য নির্বাচন পেছানো।”তিনি আরও বলেন,“শিবির সবসময় দাবি করে তারা চেইন অব কমান্ডের বাইরে যায় না। তাহলে তাদের নেতাকর্মীরা যে নারী শিক্ষার্থীকে হুমকি দিয়েছে এবং হেনস্থা করেছে, সেটাও কি তাদের আদর্শের অংশ? যদি তাই হয় তবে এটি তাদের প্রকৃত চরিত্র।”রাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পরিকল্পিতভাবে শিবিরকে সুবিধা দিচ্ছে। এ সময় তিনি বলেন,“পুরো প্রশাসনই যেন জামায়াতকরণ হয়ে গেছে। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর কোনো সহিংস ইতিহাস ফিরতে দেওয়া হবে না। আমরা আমাদের শরীরে রক্তের শেষবিন্দু দিয়েও তা প্রতিহত করব।”সমাবেশে আরও উপস্থিত ছিলেন রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জহুরুল হক সরদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।এর আগে একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্যারিস রোডে এসে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়।উল্লেখ্য, রাকসু নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে শাখা ছাত্রদল গত কয়েক দিন ধরে আন্দোলন করে আসছে। এর ধারাবাহিকতায় মঙ্গলবারের এই কর্মসূচি পালন করা হয়।