মেক্সিকোতে ধর্মীয় উৎসবে অতর্কিত গুলিবর্ষণ, নিহত ১১
মেক্সিকোর মধ্যাঞ্চলীয় শহর ইরাপুয়াতোতে একটি ধর্মীয় উৎসবের সময় বন্দুকধারীরা অতর্কিত গুলি চালায়। এই ঘটনায় কিশোরসহ অন্তত ১১ জন নিহত হয়েছে এবং আরও অনেকেই আহত হয়েছে। সূত্র: রয়টার্স।মঙ্গলবার (২৪ জুন) এই গোলাবর্ষণের ঘটনা ঘটে। বুধবার (২৬) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।গুয়ানাজুয়াতোর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, নিহতের পাশাপাশি সহিংসতায় অন্তত ২০ জন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বলেন, নিহতদের মধ্যে শিশুও রয়েছে। তবে, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় পরে নিশ্চিত করেছে, মাত্র একজন ছিলেন প্রাপ্ত বয়সের নিচে, যার বয়স ১৭ বছর।স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ক্যাথলিক ছুটির দিন জন ব্যাপটিস্টের জন্ম উদযাপনের সময় একটি সান্ধ্য পার্টিতে গুলি চালানো হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি আবাসিক কমপ্লেক্সের বারান্দায় লোকজন নাচছে এবং পটভূমিতে একটি ব্যান্ড বাজাচ্ছে, ঠিক তখনই গুলিবর্ষণ শুরু হয়। তবে রয়টার্স ভিডিওটি তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি।গুয়ানাজুয়াতো বহু বছর ধরে দেশটির সবচেয়ে সহিংস অঞ্চলগুলোর মধ্যে একটি, যেখানে অপরাধী গোষ্ঠীগুলো মাদকের দাম নির্ধারণ এবং অন্যান্য অপরাধ সংঘটনের আধিপত্য নিয়ে লড়াই করে। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মতে, মঙ্গলবার রাজ্যের অন্যান্য অংশে আরও পাঁচজন নিহত হয়েছেন।