বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

চিকিৎসকরা সম্মতি দিলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেয়া হবে

শারীরিক অবস্থা বিবেচনায় খালেদা জিয়া ফ্লাই করতে পারবেন কি না তা জানাবেন চিকিৎসকরা। তাদের সম্মতি পেলে আগামী রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।তিনি বলেন, খালেদা জিয়ার আরও উন্নত চিকিৎসা প্রয়োজন। তাই তাকে ইংল্যান্ডে নেয়া হচ্ছে। কারাগার চিকিৎসার অভাবে তিনি আরও অসুস্থ হয়েছেন। এ সময় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য খালেদা জিয়া নিজেকে উৎসর্গ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।এর আগে, কারিগরি ত্রুটির কারণে আজ কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে না বলে জানান মির্জা ফখরুল। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে আগামীকাল শনিবার ঢাকায় এসে পৌঁছতে পারে এয়ার অ্যাম্বুলেন্সটি। এরপরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় আসবে।

চিকিৎসকরা সম্মতি দিলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেয়া হবে