সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
The Dhaka News Bangla

এনসিপির নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার করেছে। নির্বাচনী প্রচার-প্রচারণা ও গণমাধ্যম কার্যক্রমকে গতিশীল করতে দলটি নতুন করে মিডিয়া উপ-কমিটি গঠন করেছে।নতুন গঠিত এই কমিটিতে প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহাবুব আলম, আর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন খান মুহাম্মদ মুরসালীন। শুক্রবার দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজনা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করার অংশ হিসেবে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সেক্রেটারি ডা. তাসনীম জারা এই মিডিয়া উপ-কমিটি অনুমোদন করেছেন।এছাড়াও, চাঁদপুর-৫ (হাজিগঞ্জ-শাহরাস্তি) আসনে এনসিপির মনোনীত এমপি প্রার্থী হলেন জনাব মাহাবুব আলম। মাঠপর্যায়ে সক্রিয়তা, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা এবং স্থানীয়ভাবে গ্রহণযোগ্যতার কারণে দল তাকে এ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।দলীয় সূত্র বলছে, মিডিয়া উপ-কমিটির নেতৃত্বে মাহাবুব আলম দায়িত্ব পাওয়ায় কেন্দ্রীয় প্রচারণা আরও শক্তিশালী হবে এবং দলীয় বার্তা দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এনসিপির নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম