দীর্ঘ প্রায় দুই বছর ইনজুরির কারণে ব্রাজিল জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার জুনিয়র। অবশেষে তার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের দলে তিনি জায়গা পাচ্ছেন।আগামী কয়েক দিনের মধ্যে ব্রাজিল দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে। সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতিতে চিলি ও বলিভিয়ার বিরুদ্ধে মাঠে নামবে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এই দুই ম্যাচের জন্য কোচের প্রাথমিক তালিকায় নেইমারের নাম থাকলেও, ভিনিসিয়ুস জুনিয়র দল থেকে বাদ পড়েছেন।গত জুনে প্যারাগুয়ের বিরুদ্ধে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ার কারণে চিলির বিরুদ্ধে ম্যাচে নিষিদ্ধ হন ভিনিসিয়ুস। আনচেলত্তি শুধুমাত্র বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচের জন্য তাকে ডাকার প্রয়োজন মনে করেননি। তাই রিয়াল মাদ্রিদ তারকা বিশ্রামে থাকছেন।প্রাথমিক দলে ইতিমধ্যেই নিশ্চিত হওয়া ব্রাজিলের খেলোয়াড়রা হলেন— গোলরক্ষক: গ্যাব্রিয়েল বারাজো (সান্তোস)ডিফেন্ডার: এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ)মিডফিল্ডার: দানিলো (বোতাফোগো), মার্কোস আন্তোনিও (সাও পাওলো)ফরোয়ার্ড: কাইও হোর্হে (ক্রুজেরিও), নেইমার (সান্তোস), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ)নেইমার সর্বশেষ মাঠে নেমেছিলেন ২০২৩ সালের ১৭ অক্টোবর। চোট থেকে ফিরে এতদিন খেলার সুযোগ পাননি। তবে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এবার আনচেলত্তি তাকে দলে অন্তর্ভুক্ত করছেন।১ সেপ্টেম্বর ব্রাজিল দল তেরেসোপোলিসের গ্রাঞ্জা কোমারিতে ক্যাম্প শুরু করবে। ৫ সেপ্টেম্বর তারা মারাকানায় চিলির বিরুদ্ধে খেলবে, এরপর ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে সেলেসাওরা মাঠে নামবে।১৬টি ম্যাচ খেলে ২৫ পয়েন্ট অর্জন করে ব্রাজিল ইতিমধ্যেই বিশ্বকাপে তাদের স্থান নিশ্চিত করেছে। এখন বাকি থাকা এই দুটি ম্যাচ মূলত বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার উদ্দেশ্যে অনুষ্ঠিত হবে।