বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
The Dhaka News Bangla

জনপ্রিয় বিচারক ফ্রেঙ্ক ক্যাপ্রিও আর নেই

বিশ্বব্যাপী আলোচিত ও মানবিক রায়ে জনপ্রিয় হয়ে ওঠা বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও আর নেই। দীর্ঘদিন প্যানক্রিয়াটিক ক্যান্সারের সঙ্গে লড়াই করে ৮৮ বছর বয়সে তিনি শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।‘পিপলস জাজ’ বা জনগণের বিচারক নামে পরিচিত ক্যাপ্রিও তাঁর মানবিকতা ও সহমর্মী রায়ের মাধ্যমে কোটি মানুষের হৃদয় জয় করেছিলেন। তাঁর আদালত ছিল কেবল আইন প্রয়োগের স্থান নয়; বরং মানবিকতা, ক্ষমাশীলতা ও মানুষকে নতুন সুযোগ দেওয়ার জায়গা। হাস্যরস, আন্তরিকতা এবং মানুষের ভেতরের ভালোটির প্রতি বিশ্বাস তাঁকে বিশ্বব্যাপী অনন্য মর্যাদায় আসীন করেছে।তিনি শুধু একজন বিচারকই নন, ছিলেন এক নিবেদিত স্বামী, পিতা, দাদা, প্রপিতামহ ও বন্ধু। পরিবারে তিনি ছিলেন ভালোবাসা ও প্রেরণার উৎস, সমাজে সততা ও ন্যায়ের প্রতীক এবং বিশ্বজুড়ে এক অনন্য মানবিকতার আলো।তাঁর রেখে যাওয়া শিক্ষা ও আদর্শ প্রমাণ করে যে, আইন ও ন্যায়বিচারের সঙ্গে মানবিকতাও যুক্ত হতে পারে। বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিওর স্মৃতি অম্লান থাকবে মানুষের হৃদয়ে, আর তাঁর প্রেরণায় বিশ্ব হবে আরও সহমর্মী।

জনপ্রিয় বিচারক ফ্রেঙ্ক ক্যাপ্রিও আর নেই