শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
The Dhaka News Bangla

বিপিএলে আসছে নোয়াখালী রয়্যালস

নোয়াখালীবাসীর স্বপ্ন সত্যি হওয়ার পথে। তাদের দীর্ঘ অপেক্ষা শেষ হতে চলেছে। প্রথমবারের মতো বিপিএলে তাদের জেলা অংশগ্রহণ করতে যাচ্ছে। ‘নোয়াখালী রয়্যালস’ নামে তাদের দল দেখা যেতে পারে।বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় শহরগুলোর একটি হলেও এখন পর্যন্ত নোয়াখালী থেকে বিপিএলে কোনো দল নেয়া হয়নি। তবে আগামী আসরে দেশসেরা এই ফ্রাঞ্চাইজি লিগের অংশ হতে প্রস্তুত তারা।ইতোমধ্যে বিসিবির কাছে আবেদন জমা দিয়েছে ‘নোয়াখালী রয়্যালস’। গত ২৪ জুন ফ্র‍্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারের অনুমতি চেয়ে বিসিবির কাছে আবেদন করে শায়ান’স গ্লোবাল নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান।শায়ান’স গ্লোবাল বিসিবি সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে জানিয়েছে, তারা ১১তম আসরের অংশ হতে চায় এবং বিপিএলে দল নেয়ার পাশাপাশি নোয়াখালী অঞ্চলে ক্রিকেটের উন্নয়নেও কাজ করতে আগ্রহী।তবে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বিসিবি। তবে আজ সোমবার দুপুরে শুরু হওয়া বিসিবির সভায় বিপিএল নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হবে। যেখানে নির্ধারণ হতে পারে নোয়াখালীর ভাগ্যও।শায়ান’স গ্লোবালের প্রতিনিধি বাদল গণমাধ্যমকে বলেন, ‘একটা বোর্ড মিটিং আছে। সেই বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত আসবে নতুন ফ্র্যাঞ্চাইজি নেবে কিনা এবং নিলেও কী কী ডকুমেন্টস লাগবে ওনারা আমাদের জানাবে।’তিনি আরো বলেন, ‘আমাদের দিক থেকে সব প্রস্তুত। যে ডকুমেন্টগুলো লাগে আমরা সেগুলো রেডি করে রেখে দিয়েছি। আমরা আশা করছি, ওনারা আমাদের আবেদন গ্রহণ করবে এবং নোয়াখালীর মানুষের স্বপ্ন পূরণ করবে।’উল্লেখ্য, বিপিএলের আসন্ন আসর মাঠে গড়ানোর কথা ডিসেম্বর-জানুয়ারির দিকে। তার আগে অক্টোবরে হতে পারে প্লেয়ার্স ড্রাফট।

বিপিএলে আসছে নোয়াখালী রয়্যালস