আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের আজই শেষ দিন।শুক্রবার (৯ জানুয়ারি) সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে প্রার্থীরা নির্বাচন কমিশনে (ইসি) এসে আপিল আবেদন জমা দিচ্ছেন। এ উপলক্ষে নির্বাচন কমিশন ১০টি বুথের মাধ্যমে আপিল গ্রহণ করছে। বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।নির্বাচন কমিশন সূত্র জানায়, গত চার দিনে মনোনয়ন গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে মোট ৪৬৯টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে চতুর্থ দিনে এসেছে ১৭৪টি আপিল। এসব আবেদনের মধ্যে ১৬৪টি ছিল মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে এবং ১০টি ছিল মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে।আজকের মধ্য দিয়ে আপিল দাখিলের প্রক্রিয়া শেষ হবে। এরপর ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি অনুষ্ঠিত হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন। আর ২২ জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচনী প্রচারণা।