তামিম-মুশফিক-রিয়াদ ফিরছেন এনসিএলে, সিলেটের হয়ে খেলতে চান মুশফিক
বাংলাদেশের তিন অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ আবারও মাঠে ফিরছেন। আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়েই শুরু হচ্ছে তাদের ফেরার যাত্রা।বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান নিশ্চিত করেছেন, এই তিন ক্রিকেটার এনসিএলে অংশ নিচ্ছেন। তামিম ইকবালের সঙ্গে কথা বলে ইতোমধ্যেই বিষয়টি চূড়ান্ত করেছেন তিনি। মুশফিকও আগ্রহ দেখিয়েছেন খেলতে, বিশেষ করে সিলেট বিভাগের হয়ে খেলতে চান বলে জানিয়েছেন তিনি। যদিও রিয়াদের সঙ্গে সরাসরি কথা হয়নি, তবে তাকে মিরপুরে নিয়মিত অনুশীলন করতে দেখা গেছে, যা তার প্রস্তুতির ইঙ্গিত দেয়।এনসিএল-এর আনুষ্ঠানিক সূচি এখনও প্রকাশ হয়নি, তবে ধারণা করা হচ্ছে ১৫ সেপ্টেম্বর শুরু হয়ে ৪ অক্টোবর ফাইনাল অনুষ্ঠিত হতে পারে। গত বছরের মতো এবারও আটটি বিভাগীয় দল অংশ নেবে। গুরুত্বপূর্ণ তথ্য হলো—এনসিএলের টি-টোয়েন্টি সংস্করণ এখন আইসিসির স্বীকৃত প্রথম শ্রেণির প্রতিযোগিতা।তবে একটি বিষয় মাথায় রাখা দরকার, এনসিএলের সময় বাংলাদেশ জাতীয় দল ব্যস্ত থাকবে এশিয়া কাপে। ফলে অনেক তরুণ খেলোয়াড় পাবেন নিজেদের প্রমাণের সুযোগ, অন্যদিকে তামিম-মুশফিক-রিয়াদের মতো অভিজ্ঞদের অংশগ্রহণ টুর্নামেন্টের মান আরও বাড়াবে।আকরাম খান বলেন,“আশা করছি ওরা তিনজনই খেলবে। তামিম তো বলেই দিয়েছে, খেলবে। মুশফিক সম্ভবত সিলেটের হয়ে খেলতে চায়। রিয়াদ এখনো নিশ্চিত করেনি, কিন্তু আমার ধারণা, সেও অংশ নেবে। খেলাটা খুবই জরুরি।”বাংলাদেশের ক্রিকেটে এই তিন অভিজ্ঞ খেলোয়াড়ের মাঠে ফেরাটা শুধু তরুণদের জন্য অনুপ্রেরণাই নয়, এনসিএলের জন্যও একটি বড় খবর।