এবার তৌসিফ-পায়েলকে নিয়ে চাঁদের হাট ২
গত ঈদুল আজহায় ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ‘চাঁদের হাট’ নাটকটি। এবার এই সুপারহিট নাটকটি নতুন পর্ব নিয়ে ফিরে আসছে। নাটকের সিক্যুয়েলটির নাম ‘চাঁদের হাট ২’। এতে আবারও চাঁদ চরিত্রে অভিনয় করবেন তৌসিফ মাহবুব এবং পূর্ণিমা চরিত্রে দেখা যাবে কেয়া পায়েল।
নাটকটি রচনা ও পরিচালনায় রয়েছেন আগের পর্বের নির্মাতা কে এম সোহাগ রানা। তিনি জানান, ‘গরুর হাটকে কেন্দ্র করে হাস্যরস, প্রেম আর মানবিকতা মিলিয়ে গল্পটি সাজানো হয়েছে। মজার মোড়কে কিছু গুরুত্বপূর্ণ বার্তাও থাকবে নাটকে।’
নাটকটির কেন্দ্রীয় চরিত্রগুলোর সঙ্গে আগের মতোই চাঁদের মা চরিত্রে থাকছেন মনিরা আক্তার মিঠু এবং ডা. এজাজুল ইসলামকে দেখা যাবে পূর্ণিমার মামার চরিত্রে। আরও আছেন এমএনইউ রাজু, এবি রোকনসহ অনেকে।
‘চাঁদের হাট ২’-এর প্রযোজক হলেন জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। নাটকটি নিয়ে তিনি বেশ আশাবাদী। তার মতে, ‘দর্শকরা একসঙ্গে হাসি, ভালোবাসা এবং শিক্ষণীয় কিছু উপভোগ করবেন। আমি আশা করছি, আগের পর্বের ২ কোটি ভিউ ছাড়িয়ে যাওয়ার রেকর্ডটি নতুন পর্বের মাধ্যমে আরও সফলভাবে লেখা হবে।’ঈদের দিন ‘চাঁদের হাট ২’ ইউটিউবের সিনেমাওয়ালা চ্যানেলে প্রচার হবে।