বাংলাদেশের ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন Cricketers Welfare Association of Bangladesh (CWAB) চাঁদপুর জেলা ব্রাঞ্চের নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেছে। স্থানীয় ক্রিকেটারদের উন্নয়ন, সহায়তা এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে সাত সদস্যের এই কমিটি দায়িত্ব পালন করবে।ঘোষিত কমিটির দায়িত্বে থাকা ব্যক্তিরা হলেনকার্যনির্বাহী পরিষদ (Executive Council), চাঁদপুর জেলা কোয়াব সভাপতি: শামীম হোসাইন সহ-সভাপতি: মেহেদী হাসান রানা প্রশাসন বিভাগের সদস্য: মোরসালিন খান ফাইন্যান্স বিভাগের সদস্য: মাহমুদুল হাসান জয় কল্যাণ বিভাগের সদস্য: মারজুক মুইয়েদ সদস্য: সাদ্দাম হোসেন মিঠু সদস্য: ফাহাদ হোসাইন নতুন কার্যনির্বাহী পরিষদ জানায়, চাঁদপুর জেলার ক্রিকেটাররা যাতে মাঠের ভেতর-বাইরে প্রয়োজনীয় সহায়তা পান, সেই লক্ষ্যেই তারা কাজ করবেন। তরুণ ক্রিকেটারদের ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা, সহায়তা এবং কল্যাণমূলক কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও তারা জানান।