শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

নুরের পক্ষে কাজ না করায় বিএনপির কমিটি বিলুপ্ত

পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে সমর্থন না করার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটি গলাচিপা ও দশমিনা উপজেলার কমিটি বিলুপ্ত করেছে।শনিবার (১৭ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিবৃতিটি জেলা বিএনপির সভাপতি স্নেহাংশ সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনের কাছে পাঠানো হয়েছে।বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি পটুয়াখালী-৩ আসনে নিজস্ব প্রার্থী না রেখে নুরুল হক নূরকে সমর্থন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে সংশ্লিষ্ট দুটি উপজেলা কমিটির একাংশ নেতারা কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নে অনীহা প্রকাশ করেছেন এবং মাঠপর্যায়ে সক্রিয়ভাবে সমর্থন জানাননি। উল্টো, তারা সদ্য বহিষ্কৃত বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে কাজ করছিলেন বলে অভিযোগ উঠেছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সাংগঠনিক কার্যক্রম গ্রহণ করা হবে এবং দলের শৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নুরের পক্ষে কাজ না করায় বিএনপির কমিটি বিলুপ্ত