শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
The Dhaka News Bangla

ইসরায়েলের হামলায় ইরানের আরও এক কমান্ডার নিহত

ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ)-এর অভিযানে ইরানের সামরিক বাহিনীর এক কমান্ডার নিহত হয়েছেন। নিহত কমান্ডারের নাম সাঈদ ইজাদি, যিনি ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার অধিকারী ছিলেন।শুক্রবার রাজধানী তেহরানে ইসরায়েলি বাহিনীর বিমান অভিযানে নিহত হয়েছেন তিনি। ইরানের সামরিক বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কুদস ফোর্স প্যালেস্টাইন কর্পস বিভাগের প্রধান ছিলেন তিনি।ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ ইজাদির নিহতের সংবাদ নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইয়া’আল জামির।এক বিবৃতিতে ইয়া’আল জামির বলেছেন, “সাঈদ ইজাদি ছিলেন আইআরজিসির কুদস ফোর্সের প্যালেস্টাইনিয়ান কর্পস ইউনিটের প্রধান। তার প্রধান কাজ ছিল গাজায় হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ার এবং গোষ্ঠীর সামরিক বিভাগের প্রধান মোহাম্মদ দেইফের সঙ্গে যোগাযোগ রাখা এবং তাদের নির্দেশনা দেওয়া।”“২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে যে হামলা চালিয়েছিল হামাস, সেটির পরিকল্পনাকারী দলের অন্যতম সদস্য ছিলেন সাঈদ ইজাদি। তার হাতে হাজার হাজার ইসরালির রক্ত লেগে আছে।”প্রসঙ্গত, শুক্রবার রাতে ইসরায়েলি বাহিনীর বিমান অভিযানে এই নিয়ে এ পর্যন্ত আইআরজিএসের তিন জন কমান্ডারের নিহত হওয়ার সংবাদ পাওয়া গেল। বাকি দুই জন হলেন ব্রিগেডিয়ার জেনারেল আমিন পৌর যোধি এবং ব্রিগেডিয়ার জেনারেল বেনহাম শারিয়ারি।

ইসরায়েলের হামলায় ইরানের আরও এক কমান্ডার নিহত