নোয়াখালীর হাতিয়ায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সালাউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৭ ডিসেম্বর) সকালে তাকে কোট হাজতে প্রেরণ করা হয়। এর আগে মঙ্গলবার রাতে হাতিয়া পৌরসভার চৌমুহনী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেপ্তারকৃত মো. সালাউদ্দিন হাতিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুল্যাখালি গ্রামের মরহুম নুরুল হকের ছেলে। সে একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মো. সালাউদ্দিন (৫৪) হাতিয়া-০৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর একান্ত ব্যক্তি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হাতিয়া থানায় একাধিক মামলা রয়েছে। সে নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষ্যে লোকজন জমায়েত করতেছিল। সংবাদ পেয়ে হাতিয়া থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনাকালে তাকে গ্রেপ্তার করে।এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম বলেন, সালাউদ্দিনকে কোট হাজতে প্রেরণ করা হয়েছে। সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে পুনরায় অপারেশন ডেভিল হান্ট চলমান রয়েছে।