বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
The Dhaka News Bangla

খেলাধুলা

আইপিএলে দল পেলেন মুস্তাফিজ

আইপিএলে ডাক পেয়েছেন মোস্তাফিজুর রহমান। আসরের বাকি ম্যাচগুলোর জন্য তার সাবেক ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশের বাঁহাতি ফাস্ট বোলারকে দলে ভিড়িয়েছে। ৬ কোটি ভারতীয় রুপিতে মুস্তাফিজকে দলে অন্তর্ভুক্ত করেছে দিল্লি ক্যাপিটালস। মূলত জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে মুস্তাফিজকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এই অজি ওপেনার আইপিএলের বাকি অংশ খেলতে অস্বীকৃতি জানিয়েছেন। মুস্তাফিজকে সাময়িক বিকল্প হিসেবে চুক্তি করেছে দিল্লি। আইপিএলের নিয়ম অনুযায়ী, পরবর্তী আসরের জন্য এই ফ্র্যাঞ্চাইজি তাকে ধরে রাখতে পারবে না।অর্থাৎ, দিল্লি শুধুমাত্র চলমান আসরের বাকি অংশে মুস্তাফিজকে খেলানোর সুযোগ পাবে। উল্লেখ্য, আগামী ১৭ মে থেকে শুরু হচ্ছে স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ। ভারত-পাকিস্তানের মধ্যেকার সামরিক সংঘাতের পর গত সপ্তাহের বৃহস্পতিবার স্থগিত করা হয়েছিল আইপিএলের খেলা।নিরাপত্তা অজুহাতে এক সপ্তাহের বেশি বন্ধ থাকার পর ফের মাঠে গড়াচ্ছে এবারের আইপিএল। আর ১৮ মে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে মুস্তাফিজের দিল্লি।

আইপিএলে দল পেলেন মুস্তাফিজ