শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

ক্যারিয়ারের প্রথম ৫ উইকেটে বিপিএলে ইতিহাস গড়লেন শরিফুল ইসলাম

ক্যারিয়ারের প্রথম ৫ উইকেটে বিপিএলে ইতিহাস গড়লেন শরিফুল ইসলাম
ক্যারিয়ারের প্রথম ৫ উইকেটে বিপিএলে ইতিহাস গড়লেন শরিফুল ইসলাম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির দ্বাদশ আসরে স্মরণীয় এক বোলিং পারফরম্যান্স উপহার দিয়েছেন চট্টগ্রাম রয়্যালসের বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। টুর্নামেন্টের ২৫তম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে মাত্র ৩ দশমিক ৫ ওভার বল করে ৯ রান খরচায় ৫ উইকেট তুলে নেন তিনি।

এটি ছিল শরিফুল ইসলামের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট শিকার। একইসঙ্গে বিপিএলের মঞ্চে নতুন এক রেকর্ডের জন্ম দেন এই তরুণ পেসার। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে নোয়াখালী এক্সপ্রেস। শরিফুলের বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতে না পেরে ১৮ দশমিক ৫ ওভারে মাত্র ১২৬ রানেই গুটিয়ে যায় দলটি।

নিজের বোলিং কোটায় শরিফুল ছিলেন দুর্দান্ত। তৃতীয় ওভারে ডাবল মেডেনসহ উইকেট তুলে নেন তিনি। শেষ ওভারে মাত্র ৫ বল করেই দেন ১ রান, সেই সঙ্গে নেন আরও ২টি গুরুত্বপূর্ণ উইকেট। সব মিলিয়ে ৩ দশমিক ৫ ওভারে ৫ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই বাঁ-হাতি পেসার। এই পারফরম্যান্সের মধ্য দিয়ে বিপিএলের ইতিহাসে বাংলাদেশি পেসারদের মধ্যে সবচেয়ে কম রান দিয়ে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন শরিফুল ইসলাম। এর আগে এই কীর্তি ছিল আবু হায়দার রনির দখলে। ২০১৪ সালে ফরচুন বরিশালের বিপক্ষে রংপুর রাইডার্সের হয়ে ১২ রান খরচায় ৫ উইকেট নিয়েছিলেন রনি।

তবে বিপিএলের ইতিহাসে দেশি-বিদেশি মিলিয়ে সবচেয়ে কম রানে পাঁচ উইকেট শিকারের রেকর্ড এখনও পাকিস্তানের মোহাম্মাদ সামির দখলে। ২০১২ সালে বিপিএলের প্রথম আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে দুরন্ত রাজশাহীর হয়ে ৩ দশমিক ২ ওভারে ৬ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

নোয়াখালীর বিপক্ষে এই অসাধারণ পারফরম্যান্সের ফলে চলতি বিপিএলেও উইকেট তালিকার শীর্ষে উঠে এসেছেন শরিফুল ইসলাম। এখন পর্যন্ত ৮ ম্যাচে ১৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে অবস্থান করছেন তিনি।

বিষয় : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শরিফুল ইসলাম পেসার

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬


ক্যারিয়ারের প্রথম ৫ উইকেটে বিপিএলে ইতিহাস গড়লেন শরিফুল ইসলাম

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির দ্বাদশ আসরে স্মরণীয় এক বোলিং পারফরম্যান্স উপহার দিয়েছেন চট্টগ্রাম রয়্যালসের বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। টুর্নামেন্টের ২৫তম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে মাত্র ৩ দশমিক ৫ ওভার বল করে ৯ রান খরচায় ৫ উইকেট তুলে নেন তিনি।এটি ছিল শরিফুল ইসলামের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট শিকার। একইসঙ্গে বিপিএলের মঞ্চে নতুন এক রেকর্ডের জন্ম দেন এই তরুণ পেসার। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে নোয়াখালী এক্সপ্রেস। শরিফুলের বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতে না পেরে ১৮ দশমিক ৫ ওভারে মাত্র ১২৬ রানেই গুটিয়ে যায় দলটি।নিজের বোলিং কোটায় শরিফুল ছিলেন দুর্দান্ত। তৃতীয় ওভারে ডাবল মেডেনসহ উইকেট তুলে নেন তিনি। শেষ ওভারে মাত্র ৫ বল করেই দেন ১ রান, সেই সঙ্গে নেন আরও ২টি গুরুত্বপূর্ণ উইকেট। সব মিলিয়ে ৩ দশমিক ৫ ওভারে ৫ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই বাঁ-হাতি পেসার। এই পারফরম্যান্সের মধ্য দিয়ে বিপিএলের ইতিহাসে বাংলাদেশি পেসারদের মধ্যে সবচেয়ে কম রান দিয়ে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন শরিফুল ইসলাম। এর আগে এই কীর্তি ছিল আবু হায়দার রনির দখলে। ২০১৪ সালে ফরচুন বরিশালের বিপক্ষে রংপুর রাইডার্সের হয়ে ১২ রান খরচায় ৫ উইকেট নিয়েছিলেন রনি।তবে বিপিএলের ইতিহাসে দেশি-বিদেশি মিলিয়ে সবচেয়ে কম রানে পাঁচ উইকেট শিকারের রেকর্ড এখনও পাকিস্তানের মোহাম্মাদ সামির দখলে। ২০১২ সালে বিপিএলের প্রথম আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে দুরন্ত রাজশাহীর হয়ে ৩ দশমিক ২ ওভারে ৬ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। নোয়াখালীর বিপক্ষে এই অসাধারণ পারফরম্যান্সের ফলে চলতি বিপিএলেও উইকেট তালিকার শীর্ষে উঠে এসেছেন শরিফুল ইসলাম। এখন পর্যন্ত ৮ ম্যাচে ১৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে অবস্থান করছেন তিনি।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত