শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

চন্দ্রগঞ্জের ডাকাতির ঘটনায় ৩ জন আটক, স্বর্ণ ও অস্ত্র উদ্ধার

চন্দ্রগঞ্জের ডাকাতির ঘটনায় ৩ জন আটক, স্বর্ণ ও অস্ত্র উদ্ধার

চন্দ্রগঞ্জে ডাকাতির ঘটনায় ৩ জন আটক, টাকা-স্বর্ণ ও অস্ত্র উদ্ধার

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানায় দায়ের হওয়া একটি ডাকাতি মামলায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। অভিযানের সময় ডাকাতির ঘটনায় লুট হওয়া নগদ অর্থ, স্বর্ণালংকার এবং একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জানুয়ারি রাত আনুমানিক ২টা ৪০ মিনিট থেকে ৩টা ১০ মিনিটের মধ্যে সদর উপজেলার ১২ নম্বর চরশাহী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তিতারকান্দি এলাকায় সংঘবদ্ধ একটি ডাকাত দল আরব আলী মোল্লার বাড়িতে হানা দেয়। ১০ থেকে ১২ জনের ওই দল দাউদ আলীর বসতঘরে ঢুকে ৬৪ হাজার টাকা নগদ, প্রায় ১১ আনা স্বর্ণালংকার (আনুমানিক মূল্য ১ লাখ ৫২ হাজার টাকা) এবং ৬টি মোবাইল ফোন লুট করে। সব মিলিয়ে লুণ্ঠিত মালামালের মূল্য প্রায় ৩ লাখ ৬ হাজার ৫০০ টাকা।

ঘটনার পর পুলিশ সুপার মো. আবু তারেকের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহা. রেজাউল হকের তত্ত্বাবধানে চন্দ্রগঞ্জ থানা পুলিশ অভিযান চালায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে বাদশা মিয়া (৩৫), আলা উদ্দিন (৩২) এবং আবুল বাশার ওরফে বাশার ডাকাত (৫০) নামের তিনজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আবুল বাশারের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আসামি রাসেলের বাড়ি থেকে ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া রনজিত কুরির একটি কারখানা থেকে লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। অপরদিকে নোয়াখালীর বেগমগঞ্জ থানার ভবানী জীবনপুর এলাকায় পৃথক অভিযানে একটি অবৈধ এলজি বন্দুক এবং ১ লাখ ৯৮ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় আলাদা মামলা দায়ের করা হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম জানান, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান চলমান থাকবে। ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে তৎপরতা জোরদার করা হয়েছে।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬


চন্দ্রগঞ্জের ডাকাতির ঘটনায় ৩ জন আটক, স্বর্ণ ও অস্ত্র উদ্ধার

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image
চন্দ্রগঞ্জে ডাকাতির ঘটনায় ৩ জন আটক, টাকা-স্বর্ণ ও অস্ত্র উদ্ধারলক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানায় দায়ের হওয়া একটি ডাকাতি মামলায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। অভিযানের সময় ডাকাতির ঘটনায় লুট হওয়া নগদ অর্থ, স্বর্ণালংকার এবং একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জানুয়ারি রাত আনুমানিক ২টা ৪০ মিনিট থেকে ৩টা ১০ মিনিটের মধ্যে সদর উপজেলার ১২ নম্বর চরশাহী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তিতারকান্দি এলাকায় সংঘবদ্ধ একটি ডাকাত দল আরব আলী মোল্লার বাড়িতে হানা দেয়। ১০ থেকে ১২ জনের ওই দল দাউদ আলীর বসতঘরে ঢুকে ৬৪ হাজার টাকা নগদ, প্রায় ১১ আনা স্বর্ণালংকার (আনুমানিক মূল্য ১ লাখ ৫২ হাজার টাকা) এবং ৬টি মোবাইল ফোন লুট করে। সব মিলিয়ে লুণ্ঠিত মালামালের মূল্য প্রায় ৩ লাখ ৬ হাজার ৫০০ টাকা।ঘটনার পর পুলিশ সুপার মো. আবু তারেকের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহা. রেজাউল হকের তত্ত্বাবধানে চন্দ্রগঞ্জ থানা পুলিশ অভিযান চালায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে বাদশা মিয়া (৩৫), আলা উদ্দিন (৩২) এবং আবুল বাশার ওরফে বাশার ডাকাত (৫০) নামের তিনজনকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, গ্রেফতারকৃত আবুল বাশারের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আসামি রাসেলের বাড়ি থেকে ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া রনজিত কুরির একটি কারখানা থেকে লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। অপরদিকে নোয়াখালীর বেগমগঞ্জ থানার ভবানী জীবনপুর এলাকায় পৃথক অভিযানে একটি অবৈধ এলজি বন্দুক এবং ১ লাখ ৯৮ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় আলাদা মামলা দায়ের করা হয়েছে।চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম জানান, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান চলমান থাকবে। ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে তৎপরতা জোরদার করা হয়েছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত