লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বাংলাদেশ কোস্টগার্ডের চালানো বিশেষ অভিযানে প্রায় চার লাখ টাকা বাজারমূল্যের নিষিদ্ধ জাটকা ইলিশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার টাংকির ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্টগার্ড সদস্যরা সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জাটকা ইলিশ জব্দ করেন। অভিযানের সময় ট্রাকের চালক ও হেল্পারকে আটক করা হলেও যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে বৈধ মাছ ও যানবাহনসহ তাদের ছেড়ে দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জব্দকৃত জাটকা শুক্রবার সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মচারীদের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও অসহায় দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।
এ বিষয়ে বাংলাদেশ কোস্টগার্ডের পেটি অফিসার মোহাম্মদ রিয়াদ হোসেন বলেন, জাটকা নিধন বন্ধ ও মৎস্য সম্পদ সংরক্ষণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলমান থাকবে।

শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে