কুমিল্লার চান্দিনায় মধ্য রাতে প্রবাসীর ঘরের দরজা ভেঙ্গে ডাকাতি সংগঠিত হয়। এসময় ওই পরিবারের শিশুসহ চার নারীকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণাঙ্কার লুটে নেয় ডাকাতদল। এ ঘটনায় চান্দিনা থানায় মামলা দায়ের করেছে ভূক্তভোগী পরিবার।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) দিনগত রাত আড়াইটায় চান্দিনা উপজেলার সুহিলপুর ইউনিয়নের শালিখা গ্রামের আয়েত আলী মেম্বারের বাড়িতে ওই ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়- ওই বাড়ির প্রবাসী শাহাদাত এর বসত ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে অস্ত্রধারী ডাকাতদল। তাদের অধিকাংশের মুখে কালো মুখোশ ছিল। ঘরে কোন পুরুষ লোক না থাকায় ডাকাতদল ওই প্রবাসীর ঘরের শিশুকন্যা সহ চার জনকে মারধর করে। ঘরে থাকা স্টিলের আলমারি ভেঙে নগদ ২ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুটে নেয়।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ডাকাতদল সনাক্ত করা সহ তাদের গ্রেফতারে আমাদের চেষ্টা অব্যাহত আছে।

শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে