রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে একটি আবাসিক বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। মর্মান্তিক এই ঘটনায় প্রাণ হারিয়েছে একটি শিশুসহ একই পরিবারের তিন সদস্য।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কে অবস্থিত সাততলা একটি ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে।
নিহতদের মধ্যে রয়েছেন, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দড়িপারশী গ্রামের মো. শহিদুলের কন্যা রোদেলা (১৪), একই গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো. হারিছ উদ্দিন (৫২) ও মো. রাহাব (১৭)। এছাড়া কুমিল্লা সদর উপজেলার দিঘীরপাড় এলাকার বাসিন্দা ফজলে রাব্বি রিজভী (৩৮), তার স্ত্রী আফসানা (৩৭) এবং তাদের আড়াই বছর বয়সী ছেলে মো. রিশানও এই অগ্নিকাণ্ডে প্রাণ হারান।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের মিডিয়া শাখা জানায়, সকাল ৮টার দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।
এই ঘটনায় ভবনটি থেকে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। পরে তাদের চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে