বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন কমিটিতে নতুন উপ-কমিটি গঠন

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন কমিটিতে নতুন উপ-কমিটি গঠন
এনসিপির কেন্দ্রীয় নির্বাচন কমিটিতে নতুন উপ-কমিটি গঠন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রমে গতিশীলতা আনতে নতুন একটি উপ-কমিটি গঠন করেছে।

কমিটির চেয়ারম্যান জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সেক্রেটারি মনিরা শারমিন’র অনুমোদনক্রমে এই উপ-কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি কার্যপরিধি ভিত্তিক বিভিন্ন দায়িত্বে মনোনীত সদস্যদের অন্তর্ভুক্ত করেছে।

উপ-কমিটির নাম দেওয়া হয়েছে ‘গণভোট উপ-কমিটি’, যার প্রধান দায়িত্বে আছেন ফরিদুল হক, আর সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আরমান হোসাইন। এছাড়া পরিকল্পনা, কর্মশালা, প্রচার, লজিস্টিকস, কমিউনিকেশন, জনসংযোগ, পেশাজীবি এবং কমিউনিটি বিভাগের জন্য আলাদা সম্পাদক এবং সদস্যদের দায়িত্ব প্রদান করা হয়েছে।

উপ-কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীতরা হলেন:

  • পরিকল্পনা সম্পাদক: সাঈদ উজ্জ্বল

  • কর্মশালা সম্পাদক: নফিউল ইসলাম

  • প্রচার সম্পাদক: শওকত আলী

  • লজিস্টিকস: মো. ওয়াহিদ উজ জামান

  • কমিউনিকেশন: মুতাসিম বিল্লাহ

  • জনসংযোগ: সামিয়া মাসুদ মম

  • পেশাজীবি সম্পাদক: ঋয়াজ মোর্শেদ

  • কমিউনিটি সম্পাদক: কৈলাশ চন্দ্র রবিদাশ

উপ-কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে আছেন: মেহরাব সিফাত, সাদ্দাম হোসেন, আসাদ বিন রনি, মোস্তাক আহমেদ শিশির, এম.এম. শোয়াইব, আব্দুল্লাহ আল মুহিম, ইমরান হোসেন, নিরব রায়হান, তৌফিক এলাহী তাবারীম, রহমতউল্লাহ রবিন নিহাল, খন্দকার খালেদা আক্তার, রেহেনা আক্তার রুমা এবং ওমর ঢালী।

কমিটির মাধ্যমে নির্বাচনী কার্যক্রমের সার্বিক পরিকল্পনা, প্রচার এবং জনসংযোগ কার্যক্রমকে আরও সুষ্ঠু ও গতিশীলভাবে পরিচালনা করার লক্ষ্যে এটি গঠন করা হয়েছে।

এছাড়া, বার্তা প্রেরক হিসেবে সাদিয়া ফারজানা দিনা, সদস্য দপ্তর সেল, জাতীয় নাগরিক পার্টি – এনসিপি দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, এনসিপি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি এই উদ্যোগের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবে।

বিষয় : জাতীয় নাগরিক পার্টি-এনসিপি

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬


এনসিপির কেন্দ্রীয় নির্বাচন কমিটিতে নতুন উপ-কমিটি গঠন

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রমে গতিশীলতা আনতে নতুন একটি উপ-কমিটি গঠন করেছে।কমিটির চেয়ারম্যান জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সেক্রেটারি মনিরা শারমিন’র অনুমোদনক্রমে এই উপ-কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি কার্যপরিধি ভিত্তিক বিভিন্ন দায়িত্বে মনোনীত সদস্যদের অন্তর্ভুক্ত করেছে।উপ-কমিটির নাম দেওয়া হয়েছে ‘গণভোট উপ-কমিটি’, যার প্রধান দায়িত্বে আছেন ফরিদুল হক, আর সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আরমান হোসাইন। এছাড়া পরিকল্পনা, কর্মশালা, প্রচার, লজিস্টিকস, কমিউনিকেশন, জনসংযোগ, পেশাজীবি এবং কমিউনিটি বিভাগের জন্য আলাদা সম্পাদক এবং সদস্যদের দায়িত্ব প্রদান করা হয়েছে।উপ-কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীতরা হলেন: পরিকল্পনা সম্পাদক: সাঈদ উজ্জ্বল কর্মশালা সম্পাদক: নফিউল ইসলাম প্রচার সম্পাদক: শওকত আলী লজিস্টিকস: মো. ওয়াহিদ উজ জামান কমিউনিকেশন: মুতাসিম বিল্লাহ জনসংযোগ: সামিয়া মাসুদ মম পেশাজীবি সম্পাদক: ঋয়াজ মোর্শেদ কমিউনিটি সম্পাদক: কৈলাশ চন্দ্র রবিদাশ উপ-কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে আছেন: মেহরাব সিফাত, সাদ্দাম হোসেন, আসাদ বিন রনি, মোস্তাক আহমেদ শিশির, এম.এম. শোয়াইব, আব্দুল্লাহ আল মুহিম, ইমরান হোসেন, নিরব রায়হান, তৌফিক এলাহী তাবারীম, রহমতউল্লাহ রবিন নিহাল, খন্দকার খালেদা আক্তার, রেহেনা আক্তার রুমা এবং ওমর ঢালী।কমিটির মাধ্যমে নির্বাচনী কার্যক্রমের সার্বিক পরিকল্পনা, প্রচার এবং জনসংযোগ কার্যক্রমকে আরও সুষ্ঠু ও গতিশীলভাবে পরিচালনা করার লক্ষ্যে এটি গঠন করা হয়েছে।এছাড়া, বার্তা প্রেরক হিসেবে সাদিয়া ফারজানা দিনা, সদস্য দপ্তর সেল, জাতীয় নাগরিক পার্টি – এনসিপি দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, এনসিপি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি এই উদ্যোগের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত