ক্রিকেটারদের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে তার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনলাইনে অনুষ্ঠিত বিসিবির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয় বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। বিষয়টি নিয়ে খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে বোর্ডের অন্যান্য কার্যক্রম থেকেও তাকে দূরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে তিনি অর্থ কমিটির প্রধান ছাড়া অন্য কোনো দায়িত্বে ছিলেন না।
তবে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, কোনো পরিচালককে সরাসরি বোর্ড পরিচালক পদ থেকে অপসারণ করার সুযোগ নেই, যদি না তিনি নিজে পদত্যাগ করেন বা নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হয়। গঠনতন্ত্রে বলা আছে "মৃত্যু, মানসিক ভারসাম্যহীনতা, শৃঙ্খলাজনিত শাস্তি, আর্থিকভাবে দেউলিয়া হওয়া, পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকা অথবা স্বেচ্ছায় পদত্যাগের ক্ষেত্রে পরিচালকের পদ শূন্য হতে পারে।" এই শর্তগুলোর কোনোটিই নাজমুল ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফলে তিনি নিজে পদত্যাগ না করলে বোর্ড পরিচালক হিসেবে তার পদ বহাল থাকবে।
বিসিবির গঠনতন্ত্রে ক্রিকেটারদের জন্য নির্দিষ্ট আচরণবিধি থাকলেও পরিচালকদের জন্য কোনো আচরণবিধি নেই। অন্য অনেক দেশের ক্রিকেট বোর্ডে পরিচালকদের জন্য আচরণবিধি থাকলেও বিসিবিতে তা না থাকায়, শৃঙ্খলাজনিত বিষয়ে পরিচালকদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার সুযোগ সীমিত।
উল্লেখ্য, ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির সঙ্গে যুক্ত থাকার মাধ্যমে নাজমুল ইসলাম এবারই প্রথম বিসিবির বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব পান। সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তাকে সব ধরনের কার্যক্রম থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে