লক্ষ্মীপুর জেলা কারাগারের প্রধান ফটক সংলগ্ন এলাকা দিন দিন অনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থলে পরিণত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রকাশ্যে বাড়িতে বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধ যৌন ব্যবসা চললেও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এলাকাবাসী জানান, কারাগারের সামনের কয়েকটি বসতবাড়িতে নিয়মিতভাবে বহিরাগতদের আনাগোনা দেখা যায়। দিনের পাশাপাশি রাতের বেলাতেও এসব বাড়িতে সন্দেহজনক কর্মকাণ্ড চলে। বিষয়টি স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, “কারাগারের মতো একটি গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে এ ধরনের কর্মকাণ্ড চলা খুবই লজ্জাজনক। আমরা বারবার মৌখিকভাবে অভিযোগ জানালেও কোনো ফল পাচ্ছি না।”
আরেক বাসিন্দার অভিযোগ, “এতে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। নারী ও শিশুদের নিরাপত্তা নিয়েও আমরা শঙ্কিত।”
সচেতন মহলের মতে, জেলা কারাগারের মতো সংবেদনশীল স্থাপনার আশপাশে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড জাতীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলার জন্য হুমকি। দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসীর প্রত্যাশা, অভিযোগগুলো গুরুত্ব দিয়ে তদন্ত করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন, যাতে এলাকাটির সামাজিক শৃঙ্খলা ও নিরাপত্তা পুনরুদ্ধার করা যায়।

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে