লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় প্রকাশ্যেই অব্যাহত রয়েছে অবৈধ মাটি কাটার কার্যক্রম। দীর্ঘদিন ধরে কৃষিজমি, ফসলি মাঠ ও বিভিন্ন সরকারি-বেসরকারি জমি থেকে এক্সকাভেটর ও ড্রাম ট্রাক ব্যবহার করে মাটি কেটে বিক্রি করা হলেও সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, একটি প্রভাবশালী চক্র দিনের পর দিন মাটি কেটে নিচ্ছে। এতে এলাকার কৃষিজমির স্বাভাবিক গঠন নষ্ট হয়ে যাচ্ছে, জমির উর্বরতা কমে যাচ্ছে এবং অনেক জায়গায় নিচু হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বর্ষা মৌসুমে এসব এলাকায় বন্যা ও ফসলহানির আশঙ্কা দিন দিন বাড়ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষকের অভিযোগ, মাটি কেটে নেওয়ার ফলে তাদের জমিতে আর আবাদ সম্ভব হচ্ছে না। কেউ কেউ প্রতিবাদ করতে গেলে বিভিন্নভাবে চাপ ও হুমকির মুখে পড়ছেন বলেও জানান তারা।
এলাকাবাসীর দাবি, অবৈধ মাটি কাটার কারণে শুধু কৃষিই নয়, পরিবেশ ও সাধারণ মানুষের জীবনযাত্রাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ বিষয়টি প্রশাসনের অজানা নয় বলে স্থানীয়দের ধারণা। ফলে প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। সচেতন মহলের মতে, দ্রুত অভিযান ও কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হলে কমলনগরের কৃষি ও পরিবেশ অপূরণীয় ক্ষতির মুখে পড়বে।

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে