বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

লক্ষ্মীপুরের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

লক্ষ্মীপুরের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার ৫০ জন সাংবাদিক নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) লক্ষ্মীপুর সদর উপজেলার পরিষদ হলরুমে এই প্রশিক্ষণের আয়োজন করে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের ৩০ জন এবং নোয়াখালী জেলার ২০ জন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক অংশ নেন।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, নির্বাচনকালীন সময়ে দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতা গণতন্ত্রকে শক্তিশালী করে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও নৈতিকতা বজায় রেখে সংবাদ পরিবেশনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এর আগে সকালে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক। তিনি বলেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল, নোয়াখালীর সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী খান, প্রশিক্ষক শারমিন রিনভী এবং পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলমসহ অন্যান্যরা।

প্রশিক্ষণে নির্বাচন সংক্রান্ত আইন, আচরণবিধি, তথ্য যাচাই, গুজব প্রতিরোধ ও পেশাগত নৈতিকতা বিষয়ে আলোচনা করা হয়।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬


লক্ষ্মীপুরের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image
লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার ৫০ জন সাংবাদিক নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) লক্ষ্মীপুর সদর উপজেলার পরিষদ হলরুমে এই প্রশিক্ষণের আয়োজন করে।সোমবার (১২ জানুয়ারি) বিকেলে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের ৩০ জন এবং নোয়াখালী জেলার ২০ জন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক অংশ নেন।সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, নির্বাচনকালীন সময়ে দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতা গণতন্ত্রকে শক্তিশালী করে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও নৈতিকতা বজায় রেখে সংবাদ পরিবেশনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।এর আগে সকালে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক। তিনি বলেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল, নোয়াখালীর সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী খান, প্রশিক্ষক শারমিন রিনভী এবং পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলমসহ অন্যান্যরা।প্রশিক্ষণে নির্বাচন সংক্রান্ত আইন, আচরণবিধি, তথ্য যাচাই, গুজব প্রতিরোধ ও পেশাগত নৈতিকতা বিষয়ে আলোচনা করা হয়।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত