বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

গণভোটে ‘না’ বলার সুযোগ নেই: মির্জা ফখরুল

গণভোটে ‘না’ বলার সুযোগ নেই: মির্জা ফখরুল
ছবি সংগৃহীত

জাতীয় নির্বাচন ও সংসদের সংস্কার প্রশ্নে সরকার আয়োজিত গণভোটকে সময়োপযোগী আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এসব সংস্কার প্রস্তাব বিএনপি বহু আগেই জাতির সামনে তুলে ধরেছিল। তিনি মনে করেন, জনগণের মতামত প্রতিফলনের জন্য গণভোট একটি কার্যকর প্রক্রিয়া এবং এতে ‘না’ বলার কোনো সুযোগ নেই।


শুক্রবার (৯ জানুয়ারি) ঠাকুরগাঁও শহরের কালীবাড়ী তাঁতিপাড়ায় নিজ পৈতৃক বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের বিষয়ে সন্তোষ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, বিএনপি শুরু থেকেই এ দাবি জানিয়ে আসছিল। তাঁর ভাষায়, ২০১৬ সাল থেকে শুরু করে ২০২৩ সালে ঘোষিত ৩১ দফার মধ্যেও সংসদের প্রয়োজনীয় সংস্কারের বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়েছিল। তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং জনগণের রায়ের মাধ্যমেই এর বৈধতা নিশ্চিত হওয়া জরুরি।

তবে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, দেশবাসী নির্বাচনের অপেক্ষায় থাকলেও সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতাকর্মীদের হত্যাকাণ্ড পরিস্থিতিকে গভীরভাবে ভাবিয়ে তুলছে। বিশেষ করে বিএনপির বহু নেতার হত্যার ঘটনায় সরকার এখনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি বলে অভিযোগ করেন তিনি। নির্বাচনকালে এমন সহিংসতার পুনরাবৃত্তি রোধে সরকারকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান মির্জা ফখরুল।

এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন জেলা সফর প্রসঙ্গে তিনি জানান, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয় বরং একটি ব্যক্তিগত শুভেচ্ছা সফর। সফরের অংশ হিসেবে তারেক রহমান বগুড়া থেকে যাত্রা শুরু করে রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পরে দিনাজপুর হয়ে ঠাকুরগাঁওয়ে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের কবর জিয়ারত করার কথা রয়েছে।

সফরের শেষ পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি পঞ্চগড় যাবেন বলে জানান মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব আশা প্রকাশ করেন, তারেক রহমানের এই সফরের মাধ্যমে জেলা ও গ্রাম পর্যায়ের তৃণমূল নেতা-কর্মীরা নতুন করে অনুপ্রাণিত ও উজ্জীবিত হবেন।

বিষয় : বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণভোট

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬


গণভোটে ‘না’ বলার সুযোগ নেই: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

featured Image
জাতীয় নির্বাচন ও সংসদের সংস্কার প্রশ্নে সরকার আয়োজিত গণভোটকে সময়োপযোগী আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এসব সংস্কার প্রস্তাব বিএনপি বহু আগেই জাতির সামনে তুলে ধরেছিল। তিনি মনে করেন, জনগণের মতামত প্রতিফলনের জন্য গণভোট একটি কার্যকর প্রক্রিয়া এবং এতে ‘না’ বলার কোনো সুযোগ নেই।শুক্রবার (৯ জানুয়ারি) ঠাকুরগাঁও শহরের কালীবাড়ী তাঁতিপাড়ায় নিজ পৈতৃক বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের বিষয়ে সন্তোষ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, বিএনপি শুরু থেকেই এ দাবি জানিয়ে আসছিল। তাঁর ভাষায়, ২০১৬ সাল থেকে শুরু করে ২০২৩ সালে ঘোষিত ৩১ দফার মধ্যেও সংসদের প্রয়োজনীয় সংস্কারের বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়েছিল। তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং জনগণের রায়ের মাধ্যমেই এর বৈধতা নিশ্চিত হওয়া জরুরি।তবে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, দেশবাসী নির্বাচনের অপেক্ষায় থাকলেও সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতাকর্মীদের হত্যাকাণ্ড পরিস্থিতিকে গভীরভাবে ভাবিয়ে তুলছে। বিশেষ করে বিএনপির বহু নেতার হত্যার ঘটনায় সরকার এখনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি বলে অভিযোগ করেন তিনি। নির্বাচনকালে এমন সহিংসতার পুনরাবৃত্তি রোধে সরকারকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান মির্জা ফখরুল।এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন জেলা সফর প্রসঙ্গে তিনি জানান, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয় বরং একটি ব্যক্তিগত শুভেচ্ছা সফর। সফরের অংশ হিসেবে তারেক রহমান বগুড়া থেকে যাত্রা শুরু করে রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পরে দিনাজপুর হয়ে ঠাকুরগাঁওয়ে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের কবর জিয়ারত করার কথা রয়েছে।সফরের শেষ পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি পঞ্চগড় যাবেন বলে জানান মির্জা ফখরুল।বিএনপি মহাসচিব আশা প্রকাশ করেন, তারেক রহমানের এই সফরের মাধ্যমে জেলা ও গ্রাম পর্যায়ের তৃণমূল নেতা-কর্মীরা নতুন করে অনুপ্রাণিত ও উজ্জীবিত হবেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত