বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ
মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের আজই শেষ দিন।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে প্রার্থীরা নির্বাচন কমিশনে (ইসি) এসে আপিল আবেদন জমা দিচ্ছেন। এ উপলক্ষে নির্বাচন কমিশন ১০টি বুথের মাধ্যমে আপিল গ্রহণ করছে। বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, গত চার দিনে মনোনয়ন গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে মোট ৪৬৯টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে চতুর্থ দিনে এসেছে ১৭৪টি আপিল। এসব আবেদনের মধ্যে ১৬৪টি ছিল মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে এবং ১০টি ছিল মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে।

আজকের মধ্য দিয়ে আপিল দাখিলের প্রক্রিয়া শেষ হবে। এরপর ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি অনুষ্ঠিত হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন। আর ২২ জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচনী প্রচারণা।


বিষয় : জাতীয় নির্বাচন দ্যা ঢাকা নিউজ

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬


মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

featured Image
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের আজই শেষ দিন।শুক্রবার (৯ জানুয়ারি) সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে প্রার্থীরা নির্বাচন কমিশনে (ইসি) এসে আপিল আবেদন জমা দিচ্ছেন। এ উপলক্ষে নির্বাচন কমিশন ১০টি বুথের মাধ্যমে আপিল গ্রহণ করছে। বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।নির্বাচন কমিশন সূত্র জানায়, গত চার দিনে মনোনয়ন গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে মোট ৪৬৯টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে চতুর্থ দিনে এসেছে ১৭৪টি আপিল। এসব আবেদনের মধ্যে ১৬৪টি ছিল মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে এবং ১০টি ছিল মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে।আজকের মধ্য দিয়ে আপিল দাখিলের প্রক্রিয়া শেষ হবে। এরপর ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি অনুষ্ঠিত হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন। আর ২২ জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচনী প্রচারণা।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত