বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

চাঁদপুরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

চাঁদপুরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু
নিহত শিক্ষার্থী রাহেলা আক্তার শান্তা | ছবি: টিডিএন

চাঁদপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার ঘোষেরহাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের চাপায় প্রাণ হারান রাহেলা আক্তার শান্তা (১৮)।

নিহত রাহেলা আক্তার শান্তা সদর উপজেলার বড় শাহতলী এলাকার বাসিন্দা শামছুল হুদার মেয়ে। তিনি স্থানীয় জিলানী চিশতী কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রাস্তা পারাপারের সময় চাঁদপুর–কুমিল্লা সড়কে চলাচলরত আইদি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করা হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় স্থানীয়রা অভিযোগ করেন, চাঁদপুর–কুমিল্লা সড়কে আইদি পরিবহনের বাসগুলো প্রায়ই বেপরোয়া গতিতে চলাচল করে। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই এই সড়কে অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহম্মেদ জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অকালেই প্রাণ হারানো এই শিক্ষার্থীর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোক বিরাজ করছে।

বিষয় : নিহত চাঁদপুর কলেজ শিক্ষার্থী

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬


চাঁদপুরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

featured Image
চাঁদপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার ঘোষেরহাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের চাপায় প্রাণ হারান রাহেলা আক্তার শান্তা (১৮)।নিহত রাহেলা আক্তার শান্তা সদর উপজেলার বড় শাহতলী এলাকার বাসিন্দা শামছুল হুদার মেয়ে। তিনি স্থানীয় জিলানী চিশতী কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রাস্তা পারাপারের সময় চাঁদপুর–কুমিল্লা সড়কে চলাচলরত আইদি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করা হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।এ সময় স্থানীয়রা অভিযোগ করেন, চাঁদপুর–কুমিল্লা সড়কে আইদি পরিবহনের বাসগুলো প্রায়ই বেপরোয়া গতিতে চলাচল করে। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই এই সড়কে অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহম্মেদ জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অকালেই প্রাণ হারানো এই শিক্ষার্থীর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোক বিরাজ করছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত