বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

চবির বি–১ উপ–ইউনিটে পরীক্ষায় বসেছেন দুই–তৃতীয়াংশ শিক্ষার্থী, প্রতি আসনে লড়াই ৮ জনের

চবির বি–১ উপ–ইউনিটে পরীক্ষায় বসেছেন দুই–তৃতীয়াংশ শিক্ষার্থী, প্রতি আসনে লড়াই ৮ জনের
ছবি: নিজস্ব

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ‘বি–১’ উপ–ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আবেদনকারীর তুলনায় পরীক্ষায় উপস্থিতি ছিল কম। মোট আবেদনকারীর প্রায় দুই–তৃতীয়াংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

আজ বুধবার সকাল ১১টা ১৫ মিনিট থেকে বেলা ১২টা ১৫ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কলা ও মানববিদ্যা অনুষদের শহীদ হৃদয় চন্দ্র তরিয়া ভবনে (নতুন কলা অনুষদ) নাট্যকলা, সংগীত ও চারুকলা বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য এ পরীক্ষার আয়োজন করা হয়।

ভর্তি পরীক্ষা কমিটির তথ্য অনুযায়ী, এ বছর বি–১ উপ–ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ১ হাজার ৬৪৫ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ হাজার ১১১ জন। বাকি ৫৩৪ জন পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। সে হিসাবে এ উপ–ইউনিটে উপস্থিতির হার দাঁড়ায় ৬৭ দশমিক ৫৪ শতাংশ। প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করছেন গড়ে ৮ জন শিক্ষার্থী। যা অন্যান্য ইউনিট গুলোর তুলনায় অনেক কম।

কলা ও মানববিদ্যা অনুষদের আওতাভুক্ত নাট্যকলা, সংগীত ও চারুকলা বিভাগ নিয়ে গঠিত বি–১ উপ–ইউনিটে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পান। গত বছরের মতো এবারও ভর্তি পরীক্ষা শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা শেষে উপস্থিতির তথ্য নিশ্চিত করে বি–১  উপ–ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড .মো. ইকবাল শাহীন খান বলেন, চট্টগ্রাম কেন্দ্রে মোট আবেদনকারীর মধ্যে ১ হাজার ১১১ জন পরীক্ষায় অংশ নিয়েছেন। আলহামদুলিল্লাহ, পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অসঙ্গতির ঘটনা ঘটেনি।

অনেক পরীক্ষার্থী জানিয়েছেন, ইংরেজি অংশ তুলনামূলক কঠিন ছিল। রাউজান থেকে আসা পরীক্ষার্থী পদ্মমিতা বড়ুয়া বলেন, মোটামুটি ভালো হয়েছে। ইংরেজি প্রশ্ন কিছুটা কঠিন ছিল, সাধারণ জ্ঞানে আন্তর্জাতিক বিষয় বেশি ছিল। সুযোগ পেলে সংগীত বিভাগে পড়তে চাই।

রাজশাহী থেকে আসা পরীক্ষার্থী মোহাম্মদ জিহাদ বলেন, আমার কাছে ইংরেজি প্রশ্ন কঠিন মনে হয়েছে। অন্য অংশগুলো মোটামুটি সহজ ছিল। উত্তীর্ণ হলে নাট্যকলা বিভাগে পড়ার ইচ্ছা আছে। ফলাফল এলে বিষয়টি পরিষ্কার হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, আজ পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কম ছিল। সব শিক্ষকের সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষা চলাকালীন আমি নিজেও কেন্দ্রে উপস্থিত ছিলাম। কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।

বি–১ উপ–ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলা বা ঐচ্ছিক ইংরেজি থেকে ২৫ নম্বর, ইংরেজিতে ২৫ নম্বর এবং সাধারণ জ্ঞানে ৫০ নম্বর নির্ধারিত ছিল। উত্তীর্ণ হতে হলে বাংলায় ন্যূনতম ৫, ইংরেজিতে ৬ এবং সাধারণ জ্ঞানে কমপক্ষে ১৭ নম্বর পেতে হবে।

প্রসঙ্গত, চলতি শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারটি ইউনিট ও তিনটি উপ–ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সব মিলিয়ে এ বছর ২ লাখ ৩৩ হাজার ৩২৬ শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে। আজ বি–১ উপ–ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হলেও আগামীকাল বি–২ উপ–ইউনিটের পরীক্ষা হবে। এ ছাড়া শুক্রবার সি ইউনিট এবং শনিবার বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিষয় : শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যাল

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬


চবির বি–১ উপ–ইউনিটে পরীক্ষায় বসেছেন দুই–তৃতীয়াংশ শিক্ষার্থী, প্রতি আসনে লড়াই ৮ জনের

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

featured Image
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ‘বি–১’ উপ–ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আবেদনকারীর তুলনায় পরীক্ষায় উপস্থিতি ছিল কম। মোট আবেদনকারীর প্রায় দুই–তৃতীয়াংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।আজ বুধবার সকাল ১১টা ১৫ মিনিট থেকে বেলা ১২টা ১৫ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কলা ও মানববিদ্যা অনুষদের শহীদ হৃদয় চন্দ্র তরিয়া ভবনে (নতুন কলা অনুষদ) নাট্যকলা, সংগীত ও চারুকলা বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য এ পরীক্ষার আয়োজন করা হয়।ভর্তি পরীক্ষা কমিটির তথ্য অনুযায়ী, এ বছর বি–১ উপ–ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ১ হাজার ৬৪৫ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ হাজার ১১১ জন। বাকি ৫৩৪ জন পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। সে হিসাবে এ উপ–ইউনিটে উপস্থিতির হার দাঁড়ায় ৬৭ দশমিক ৫৪ শতাংশ। প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করছেন গড়ে ৮ জন শিক্ষার্থী। যা অন্যান্য ইউনিট গুলোর তুলনায় অনেক কম।কলা ও মানববিদ্যা অনুষদের আওতাভুক্ত নাট্যকলা, সংগীত ও চারুকলা বিভাগ নিয়ে গঠিত বি–১ উপ–ইউনিটে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পান। গত বছরের মতো এবারও ভর্তি পরীক্ষা শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অনুষ্ঠিত হয়েছে।পরীক্ষা শেষে উপস্থিতির তথ্য নিশ্চিত করে বি–১  উপ–ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড .মো. ইকবাল শাহীন খান বলেন, চট্টগ্রাম কেন্দ্রে মোট আবেদনকারীর মধ্যে ১ হাজার ১১১ জন পরীক্ষায় অংশ নিয়েছেন। আলহামদুলিল্লাহ, পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অসঙ্গতির ঘটনা ঘটেনি।অনেক পরীক্ষার্থী জানিয়েছেন, ইংরেজি অংশ তুলনামূলক কঠিন ছিল। রাউজান থেকে আসা পরীক্ষার্থী পদ্মমিতা বড়ুয়া বলেন, মোটামুটি ভালো হয়েছে। ইংরেজি প্রশ্ন কিছুটা কঠিন ছিল, সাধারণ জ্ঞানে আন্তর্জাতিক বিষয় বেশি ছিল। সুযোগ পেলে সংগীত বিভাগে পড়তে চাই।রাজশাহী থেকে আসা পরীক্ষার্থী মোহাম্মদ জিহাদ বলেন, আমার কাছে ইংরেজি প্রশ্ন কঠিন মনে হয়েছে। অন্য অংশগুলো মোটামুটি সহজ ছিল। উত্তীর্ণ হলে নাট্যকলা বিভাগে পড়ার ইচ্ছা আছে। ফলাফল এলে বিষয়টি পরিষ্কার হবে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, আজ পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কম ছিল। সব শিক্ষকের সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষা চলাকালীন আমি নিজেও কেন্দ্রে উপস্থিত ছিলাম। কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।বি–১ উপ–ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলা বা ঐচ্ছিক ইংরেজি থেকে ২৫ নম্বর, ইংরেজিতে ২৫ নম্বর এবং সাধারণ জ্ঞানে ৫০ নম্বর নির্ধারিত ছিল। উত্তীর্ণ হতে হলে বাংলায় ন্যূনতম ৫, ইংরেজিতে ৬ এবং সাধারণ জ্ঞানে কমপক্ষে ১৭ নম্বর পেতে হবে।প্রসঙ্গত, চলতি শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারটি ইউনিট ও তিনটি উপ–ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সব মিলিয়ে এ বছর ২ লাখ ৩৩ হাজার ৩২৬ শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে। আজ বি–১ উপ–ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হলেও আগামীকাল বি–২ উপ–ইউনিটের পরীক্ষা হবে। এ ছাড়া শুক্রবার সি ইউনিট এবং শনিবার বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত