বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

কমলনগরে সড়ক দখল করে মার্কেট নির্মাণ

কমলনগরে সড়ক দখল করে মার্কেট নির্মাণ


মোঃ হাসান হাওলাদার কমলনগর উপজেলা প্রতিনিধি লক্ষ্মীপুর। 

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ৫ নং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে সড়ক দখল করে একটি মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, আব্দুর রহিম বাদশা নামের এক ব্যক্তি সরকারি সড়কের অংশ দখল করে অসতর্কভাবে ভবন নির্মাণ করছেন, যা যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে।

এলাকাবাসী জানান, নির্মাণাধীন ভবনটি সড়কের একেবারে কাছাকাছি হওয়ায় যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে রাতের বেলায় কিংবা ব্যস্ত সময়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এ ছাড়া ভবিষ্যতে জানমালসহ বড় ধরনের ক্ষতির সম্ভাবনাও দেখছেন স্থানীয়রা।

এ বিষয়ে ভূমি অফিসে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তারা এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবগত নন। তবে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে দ্রুত লোক পাঠানো হবে এবং সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তারা।

এলাকাবাসী অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অবৈধ দখল ও ঝুঁকিপূর্ণ নির্মাণ বন্ধের দাবি জানিয়েছেন।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬


কমলনগরে সড়ক দখল করে মার্কেট নির্মাণ

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

featured Image
মোঃ হাসান হাওলাদার কমলনগর উপজেলা প্রতিনিধি লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ৫ নং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে সড়ক দখল করে একটি মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, আব্দুর রহিম বাদশা নামের এক ব্যক্তি সরকারি সড়কের অংশ দখল করে অসতর্কভাবে ভবন নির্মাণ করছেন, যা যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে।এলাকাবাসী জানান, নির্মাণাধীন ভবনটি সড়কের একেবারে কাছাকাছি হওয়ায় যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে রাতের বেলায় কিংবা ব্যস্ত সময়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এ ছাড়া ভবিষ্যতে জানমালসহ বড় ধরনের ক্ষতির সম্ভাবনাও দেখছেন স্থানীয়রা।এ বিষয়ে ভূমি অফিসে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তারা এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবগত নন। তবে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে দ্রুত লোক পাঠানো হবে এবং সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তারা।এলাকাবাসী অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অবৈধ দখল ও ঝুঁকিপূর্ণ নির্মাণ বন্ধের দাবি জানিয়েছেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত