মোঃ হাসান হাওলাদার কমলনগর উপজেলা প্রতিনিধি লক্ষীপুর।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০ নম্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। নিহত সালমা (১৩) ওই এলাকার মৈশাল বাড়ির মনোয়ার হোসেনের বড় মেয়ে এবং সে স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকাল আনুমানিক ৯টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সালমা। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাকে দ্রুত রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদা আক্তার মিতু পরীক্ষা-নিরীক্ষা শেষে সালমাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মহত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে