বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

ময়মনসিংহ বিভাগীয় বইমেলায় তরুণ কলাম লেখক ফোরামের সাহিত্য আড্ডা

ময়মনসিংহ বিভাগীয় বইমেলায় তরুণ কলাম লেখক ফোরামের সাহিত্য আড্ডা
ছবি- সংগৃহীত

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ‘ব্রহ্মপুত্র টিম’-এর উদ্যোগে ১৯ ডিসেম্বর ময়মনসিংহে দ্বি-মাসিক সাহিত্য আড্ডা ও বইমেলা পরিদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে নগরীর টাউন হল মোড়স্থ তারেক স্মৃতি অডিটোরিয়াম প্রাঙ্গণে চলমান ময়মনসিংহ বিভাগীয় বইমেলায় সংগঠনের সদস্যরা এই আয়োজনে অংশ নেন।

ছুটির দিনের সকালে বইমেলার প্রাণচঞ্চল পরিবেশে একঝাঁক তরুণ লেখক মেলা প্রাঙ্গণে সমবেত হন। অনুষ্ঠানে শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাইমা খাতুনের নেতৃত্বে ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলার সদস্যরা উপস্থিত ছিলেন।

আড্ডার শুরুতে সদস্যরা একে অপরের সাথে পরিচিত হন এবং লেখালেখির উদ্দেশ্য, সৃজনশীলতার আনন্দ ও প্রকাশনা জগতের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাইমা খাতুন ও সদস্য তাজকিরা হক।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হুমাইরা খানম জেরীন। ব্রহ্মপুত্র টিমের উপ-টিম লিডার রিকমা আক্তার উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আয়োজনটি সফল করার কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন দৈনিক আলোকিত সকাল-এর সাহিত্য বিভাগীয় প্রধান ও শাখার সাবেক সাধারণ সম্পাদক তানজিদ শুভ্র। তিনি টিমের কার্যক্রমের প্রশংসা করেন এবং তরুণ লেখকদের ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

সাহিত্য আড্ডা শেষে সদস্যরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং নিজেদের পছন্দমতো বই সংগ্রহ করেন। এরপর ব্রহ্মপুত্র নদের পাড়ে এক ঘরোয়া চা-চক্রের মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি ঘটে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তরুণ লেখকদের মধ্যে ঐক্য ও সাহিত্যিক সেতুবন্ধন তৈরির এই প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে। উল্লেখ্য, এর আগে ফোরামের ঢাকাস্থ 'ইছামতী' ও চট্টগ্রামের 'কর্ণফুলী' টিমের সদস্যরাও অনুরূপভাবে বইমেলা পরিদর্শন ও সাহিত্য আড্ডার আয়োজন করেছিলেন।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬


ময়মনসিংহ বিভাগীয় বইমেলায় তরুণ কলাম লেখক ফোরামের সাহিত্য আড্ডা

প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

featured Image
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ‘ব্রহ্মপুত্র টিম’-এর উদ্যোগে ১৯ ডিসেম্বর ময়মনসিংহে দ্বি-মাসিক সাহিত্য আড্ডা ও বইমেলা পরিদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে নগরীর টাউন হল মোড়স্থ তারেক স্মৃতি অডিটোরিয়াম প্রাঙ্গণে চলমান ময়মনসিংহ বিভাগীয় বইমেলায় সংগঠনের সদস্যরা এই আয়োজনে অংশ নেন।ছুটির দিনের সকালে বইমেলার প্রাণচঞ্চল পরিবেশে একঝাঁক তরুণ লেখক মেলা প্রাঙ্গণে সমবেত হন। অনুষ্ঠানে শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাইমা খাতুনের নেতৃত্বে ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলার সদস্যরা উপস্থিত ছিলেন।আড্ডার শুরুতে সদস্যরা একে অপরের সাথে পরিচিত হন এবং লেখালেখির উদ্দেশ্য, সৃজনশীলতার আনন্দ ও প্রকাশনা জগতের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাইমা খাতুন ও সদস্য তাজকিরা হক।অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হুমাইরা খানম জেরীন। ব্রহ্মপুত্র টিমের উপ-টিম লিডার রিকমা আক্তার উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আয়োজনটি সফল করার কৃতজ্ঞতা প্রকাশ করেন।বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন দৈনিক আলোকিত সকাল-এর সাহিত্য বিভাগীয় প্রধান ও শাখার সাবেক সাধারণ সম্পাদক তানজিদ শুভ্র। তিনি টিমের কার্যক্রমের প্রশংসা করেন এবং তরুণ লেখকদের ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।সাহিত্য আড্ডা শেষে সদস্যরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং নিজেদের পছন্দমতো বই সংগ্রহ করেন। এরপর ব্রহ্মপুত্র নদের পাড়ে এক ঘরোয়া চা-চক্রের মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি ঘটে।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তরুণ লেখকদের মধ্যে ঐক্য ও সাহিত্যিক সেতুবন্ধন তৈরির এই প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে। উল্লেখ্য, এর আগে ফোরামের ঢাকাস্থ 'ইছামতী' ও চট্টগ্রামের 'কর্ণফুলী' টিমের সদস্যরাও অনুরূপভাবে বইমেলা পরিদর্শন ও সাহিত্য আড্ডার আয়োজন করেছিলেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত