মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
The Dhaka News Bangla

'সোনার বাংলার কথা বলে আ. লীগ বারবার জনগণকে ধোকা দিয়েছে'

'সোনার বাংলার কথা বলে আ. লীগ বারবার জনগণকে ধোকা দিয়েছে'

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিয়ে আওয়ামী লীগ বারবার জনগণকে প্রতারিত করেছে। স্বাধীন বাংলাদেশকে আওয়ামী লীগ সন্ত্রাসের অভয়ারণ্য হিসেবে পরিণত করেছিল।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবস উপলক্ষে যুব ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াত আমির এসব কথা বলেন।

তিনি বলেন, নতুন বাংলাদেশে চাঁদাবাজি, দখলদারি, দুর্নীতির পুরনো রাজনীতির জায়গা হবে না। গত ৫৪ বছরে রাজনীতিবিদরা দেশকে কাঙ্খিত লক্ষ্যে নিতে পারেননি বলেও ক্ষোভ প্রকাশ করেন ডা: শফিকুর রহমান।

জামায়াত আমির বলেছেন, অতীতের বস্তাপচা সব রাজনীতিকে পায়ের নীচে চেপে নতুন ধারায় রাজনীতি শুরু করতে চান।

জামায়াতের আমির আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন, স্বাধীনতার পর একটি পরিবার, একটি গোষ্ঠী এবং একটি দলের সুবিধার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনা গড়ে উঠেছিলতারা সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বাস্তবে শ্মশান বাংলা তৈরি করেছে

ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল। কিন্তু অতীতের বস্তাপচা সব রাজনীতিকে আমরা পায়ের নীচে চেপে সমাপ্তি টানতে চাই। নতুন বাংলাদেশের নতুন ধারায় রাজনীতি শুরু করতে চাই।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে আমরা আমাদের দলীয় বিজয় চাই না, চাই ১৮ কোটি মানুষের বিজয়। আগামী ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতির নতুন মোড়ক উন্মোচন হবে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র থাকলে তা জনগণ প্রতিরোধ করে নিঃশেষ করে দেবে।

তিনি আরও বলেন, আমরা নির্বাচন কমিশনের কাছে কোনো আনুকূল্য চাই না, কিন্তু কোনো দলকে যদি কমিশন আনুকূল্য দেয়ার চেষ্টা করে, তবে তা কঠোর হস্তে দমন করা হবে।

পরে জামায়াতে ইসলামী যুব শাখার আয়োজনে ম্যারাথনটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে শাহবাগ, কাঁটাবন, মিরপুর রোড হয়ে মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে শেষ হয়।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫


'সোনার বাংলার কথা বলে আ. লীগ বারবার জনগণকে ধোকা দিয়েছে'

প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

featured Image
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিয়ে আওয়ামী লীগ বারবার জনগণকে প্রতারিত করেছে। স্বাধীন বাংলাদেশকে আওয়ামী লীগ সন্ত্রাসের অভয়ারণ্য হিসেবে পরিণত করেছিল।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবস উপলক্ষে যুব ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াত আমির এসব কথা বলেন।তিনি বলেন, নতুন বাংলাদেশে চাঁদাবাজি, দখলদারি, দুর্নীতির পুরনো রাজনীতির জায়গা হবে না। গত ৫৪ বছরে রাজনীতিবিদরা দেশকে কাঙ্খিত লক্ষ্যে নিতে পারেননি বলেও ক্ষোভ প্রকাশ করেন ডা: শফিকুর রহমান।জামায়াত আমির বলেছেন, অতীতের বস্তাপচা সব রাজনীতিকে পায়ের নীচে চেপে নতুন ধারায় রাজনীতি শুরু করতে চান। জামায়াতের আমির আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন, স্বাধীনতার পর একটি পরিবার, একটি গোষ্ঠী এবং একটি দলের সুবিধার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনা গড়ে উঠেছিল। তারা সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বাস্তবে শ্মশান বাংলা তৈরি করেছে। ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল। কিন্তু অতীতের বস্তাপচা সব রাজনীতিকে আমরা পায়ের নীচে চেপে সমাপ্তি টানতে চাই। নতুন বাংলাদেশের নতুন ধারায় রাজনীতি শুরু করতে চাই। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে আমরা আমাদের দলীয় বিজয় চাই না, চাই ১৮ কোটি মানুষের বিজয়। আগামী ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতির নতুন মোড়ক উন্মোচন হবে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র থাকলে তা জনগণ প্রতিরোধ করে নিঃশেষ করে দেবে।তিনি আরও বলেন, আমরা নির্বাচন কমিশনের কাছে কোনো আনুকূল্য চাই না, কিন্তু কোনো দলকে যদি কমিশন আনুকূল্য দেয়ার চেষ্টা করে, তবে তা কঠোর হস্তে দমন করা হবে।পরে জামায়াতে ইসলামী যুব শাখার আয়োজনে ম্যারাথনটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে শাহবাগ, কাঁটাবন, মিরপুর রোড হয়ে মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে শেষ হয়।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত