শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
The Dhaka News Bangla

নির্বাচনকালীন সময়ে উপদেষ্টা পরিষদের আকার একই থাকবে: প্রেস সচিব

নির্বাচনকালীন সময়ে উপদেষ্টা পরিষদের আকার একই থাকবে: প্রেস সচিব

নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। অন্তর্বর্তী সরকার একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচনকালীন সময়ে উপদেষ্টা পরিষদের গঠন অপরিবর্তিত থাকবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এই তথ্য জানান।

তিনি বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩টি আইন অনুমোদন হয়েছে। পাশাপাশি মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার ও খেজুরের আমদানি শুল্কও কমানো হয়েছে। এছাড়া দ্বীপরাষ্ট্র গ্রানাডাকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ।

প্রেস সচিব আরও বলেন, গত ১৬ মাসে দুই হাজার আন্দোলন হয়েছে। তবে কোনো ক্ষেত্রেই সরাসরি গুলিবর্ষণ করা হয়নি। আগামীতে দাবি-দাওয়া নিয়ে রাস্তা বন্ধ করা হলে কঠোরভাবে দমন করা হবে। এ সময় দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগপত্র তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে।

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ৩৬ জনের প্রত্যেক পরিবারকে এককালীন ২০ লাখ টাকা করে দেয়া হবে বলে জানিয়ে তিনি বলেন, পাশাপাশি আহতদেরও এককালীন ৫ লাখ টাকা ও ফ্রি চিকিৎসা সেবা হবে।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫


নির্বাচনকালীন সময়ে উপদেষ্টা পরিষদের আকার একই থাকবে: প্রেস সচিব

প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫

featured Image
নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। অন্তর্বর্তী সরকার একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচনকালীন সময়ে উপদেষ্টা পরিষদের গঠন অপরিবর্তিত থাকবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এই তথ্য জানান।তিনি বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩টি আইন অনুমোদন হয়েছে। পাশাপাশি মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার ও খেজুরের আমদানি শুল্কও কমানো হয়েছে। এছাড়া দ্বীপরাষ্ট্র গ্রানাডাকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ।প্রেস সচিব আরও বলেন, গত ১৬ মাসে দুই হাজার আন্দোলন হয়েছে। তবে কোনো ক্ষেত্রেই সরাসরি গুলিবর্ষণ করা হয়নি। আগামীতে দাবি-দাওয়া নিয়ে রাস্তা বন্ধ করা হলে কঠোরভাবে দমন করা হবে। এ সময় দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগপত্র তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে।মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ৩৬ জনের প্রত্যেক পরিবারকে এককালীন ২০ লাখ টাকা করে দেয়া হবে বলে জানিয়ে তিনি বলেন, পাশাপাশি আহতদেরও এককালীন ৫ লাখ টাকা ও ফ্রি চিকিৎসা সেবা হবে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত