আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হলেও, স্ব-স্ব দলীয় প্রতীকে নির্বাচনের বিধানের বৈধতা নিয়ে হাইকোর্ট যে রুল জারি করেছিল, তা খারিজ করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এর ফলে নির্বাচনি জোট গড়লেও প্রতিটি দলকে নিজ নিজ দলীয় প্রতীকেই নির্বাচন করতে হবে।
অতীতে নির্বাচনী জোট গঠন করার পর জাতীয় নির্বাচনে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে, যে দলটি জোটের নেতৃত্বে ছিল, তাদের দলীয় প্রতীক ব্যবহার করে অন্যান্য ছোট দলগুলো ভোটে অংশ নিয়েছে। তবে কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রমও দেখা গেছে।

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে