সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে চিকিৎসা গ্রহণ করছেন। তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, তিনি ভালো সাড়া দিচ্ছেন।
বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান তিনি।
ডা. জাহিদ বলেন, দেশেই খালেদা জিয়ার সর্বোত্তম সেবা নিশ্চিত করা হচ্ছে। তবে যে কোনও প্রয়োজনে দেশের বাইরেও নেয়া হতে পারে তাকে।
এসময় শারীরিক এই সংকটময় অবস্থা কাটিয়ে উঠতে খালেদা জিয়ার জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।
এছাড়া কোনো ধরনের গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান ডা. জাহিদ।

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে