প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী নির্বাচন ও গণভোট দুটিই আমাদের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী পাঁচ বছরের জন্য নির্বাচন হবে, কিন্তু গণভোট আমাদের জন্য শত বছরের পরিবর্তন আনতে পারে। গণভোটের মাধ্যমে আমরা বাংলাদেশকে স্থায়ীভাবে বদলে দিতে পারি এবং নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি তৈরি করতে পারি।
বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা ইউএনওদের উদ্দেশে বলেন, আগামী নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে। জাতীয় নির্বাচনের পাশাপাশি জনগণকে গণভোটের ব্যাপারেও উদ্ভুদ্ধ করতে হবে। যেকোনো পরিস্থিতি মোকাবেলা এবং গুজব প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। তফসিলের পর কে কোন দায়িত্ব পালন করবেন তার পরিকল্পনা ও প্রস্তুতি এখন থেকেই নেয়ার নির্দেশ দেন তিনি।
তিনি আরও বলেন, গণভোট বিষয়ে ভোটারদের সচেতন করতে হবে। ভোটারদের বোঝাতে হবে যে আপনারা মন ঠিক করে আসুন 'হ্যাঁ'-তে ভোট দেবেন নাকি 'না'-তে ভোট দেবেন।
আগের একাধিক নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন যে, বিগত সময়ে নির্বাচন নয়, বরং প্রতারণা হয়েছে। আগামী নির্বাচন অন্যান্য দায়িত্বের মতো নয়; এটি একটি ঐতিহাসিক দায়িত্ব।
এ সময় ইউএনওদের নিজ নিজ এলাকার সব পোলিং স্টেশন পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষ, এলাকাবাসী এবং সহকর্মীদের সঙ্গে আলোচনার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা।
বিষয় : প্রধান উপদেষ্টা

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে