বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
The Dhaka News Bangla

কেন্দুয়ায় আত্মহত্যা প্রতিরোধে ১৪ ডিসেম্বর ‘ঐক্যতান’ সাইকেল র‍্যালি

কেন্দুয়ায় আত্মহত্যা প্রতিরোধে ১৪ ডিসেম্বর ‘ঐক্যতান’ সাইকেল র‍্যালি
প্রতীকী ছবি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়া আত্মহত্যা প্রবণতা রোধ এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সাইকেল র‍্যালি। ‘প্রেরক ফাউন্ডেশন’-এর উদ্যোগে আগামী ১৪ ডিসেম্বর (রোববার) ‘ঐক্যতান’ নামের এই সচেতনতামূলক র‍্যালিটি অনুষ্ঠিত হবে ।

আয়োজক সূত্রে জানা গেছে, গত এক বছরে কেন্দুয়া উপজেলায় অন্তত ৪০টি আত্মহত্যার ঘটনা ঘটেছে, যা গড়ে প্রতি মাসে প্রায় ৩.৫ জন। পারিবারিক কলহ, বিষণ্নতা, একাকীত্ব, প্রেম-সংকট এবং হাতের নাগালে বিষ বা কীটনাশকের সহজলভ্যতাকে এর অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে । এই গভীর সামাজিক ও মানসিক সংকট মোকাবিলায় তরুণ সমাজ ও সাধারণ মানুষকে সচেতন করতেই এই কর্মসূচির আয়োজন।

র‍্যালিটি ১৪ ডিসেম্বর সকাল ৮টায় শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত চলবে । এটি কোটবাড়ী দুর্গ থেকে যাত্রা শুরু করে পাইকুড়া বাজার, মজলিশপুর, চিরাং, কেন্দুয়া সদর ও সান্দিকোনা হয়ে পুনরায় কোটবাড়ী দুর্গে এসে সমাপ্ত হবে ।

প্রেরক ফাউন্ডেশন জানায়, আত্মহত্যা কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়, বরং এটি সমষ্টিগত দায়িত্ববোধ ও নিরাপদ মানসিক পরিবেশের অভাবের ফল । ‘সহায়তা চাইলে লজ্জা নয়’—এই বার্তাটি ছড়িয়ে দেওয়া এবং মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনার পরিবেশ তৈরি করাই ‘ঐক্যতান’-এর মূল লক্ষ্য ।

এই কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, সামাজিক সংগঠন, স্থানীয় সাইক্লিং গ্রুপ এবং সচেতন নাগরিকরা অংশ নেবেন । আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে তারা তরুণদের মানসিক সহায়তা চাওয়ার প্রতি উৎসাহিত করতে চান এবং প্রতিটি মানুষের জীবনে সুর ও ছন্দ ফিরিয়ে আনতে চান, যা কেন্দুয়ার সমৃদ্ধ লোকসংগীতের ঐতিহ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ ।

বিষয় : তারুণ্য

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫


কেন্দুয়ায় আত্মহত্যা প্রতিরোধে ১৪ ডিসেম্বর ‘ঐক্যতান’ সাইকেল র‍্যালি

প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫

featured Image
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়া আত্মহত্যা প্রবণতা রোধ এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সাইকেল র‍্যালি। ‘প্রেরক ফাউন্ডেশন’-এর উদ্যোগে আগামী ১৪ ডিসেম্বর (রোববার) ‘ঐক্যতান’ নামের এই সচেতনতামূলক র‍্যালিটি অনুষ্ঠিত হবে ।আয়োজক সূত্রে জানা গেছে, গত এক বছরে কেন্দুয়া উপজেলায় অন্তত ৪০টি আত্মহত্যার ঘটনা ঘটেছে, যা গড়ে প্রতি মাসে প্রায় ৩.৫ জন। পারিবারিক কলহ, বিষণ্নতা, একাকীত্ব, প্রেম-সংকট এবং হাতের নাগালে বিষ বা কীটনাশকের সহজলভ্যতাকে এর অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে । এই গভীর সামাজিক ও মানসিক সংকট মোকাবিলায় তরুণ সমাজ ও সাধারণ মানুষকে সচেতন করতেই এই কর্মসূচির আয়োজন।র‍্যালিটি ১৪ ডিসেম্বর সকাল ৮টায় শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত চলবে । এটি কোটবাড়ী দুর্গ থেকে যাত্রা শুরু করে পাইকুড়া বাজার, মজলিশপুর, চিরাং, কেন্দুয়া সদর ও সান্দিকোনা হয়ে পুনরায় কোটবাড়ী দুর্গে এসে সমাপ্ত হবে ।প্রেরক ফাউন্ডেশন জানায়, আত্মহত্যা কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়, বরং এটি সমষ্টিগত দায়িত্ববোধ ও নিরাপদ মানসিক পরিবেশের অভাবের ফল । ‘সহায়তা চাইলে লজ্জা নয়’—এই বার্তাটি ছড়িয়ে দেওয়া এবং মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনার পরিবেশ তৈরি করাই ‘ঐক্যতান’-এর মূল লক্ষ্য ।এই কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, সামাজিক সংগঠন, স্থানীয় সাইক্লিং গ্রুপ এবং সচেতন নাগরিকরা অংশ নেবেন । আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে তারা তরুণদের মানসিক সহায়তা চাওয়ার প্রতি উৎসাহিত করতে চান এবং প্রতিটি মানুষের জীবনে সুর ও ছন্দ ফিরিয়ে আনতে চান, যা কেন্দুয়ার সমৃদ্ধ লোকসংগীতের ঐতিহ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ ।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত