নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়া আত্মহত্যা প্রবণতা রোধ এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সাইকেল র্যালি। ‘প্রেরক ফাউন্ডেশন’-এর উদ্যোগে আগামী ১৪ ডিসেম্বর (রোববার) ‘ঐক্যতান’ নামের এই সচেতনতামূলক র্যালিটি অনুষ্ঠিত হবে ।
আয়োজক সূত্রে জানা গেছে, গত এক বছরে কেন্দুয়া উপজেলায় অন্তত ৪০টি আত্মহত্যার ঘটনা ঘটেছে, যা গড়ে প্রতি মাসে প্রায় ৩.৫ জন। পারিবারিক কলহ, বিষণ্নতা, একাকীত্ব, প্রেম-সংকট এবং হাতের নাগালে বিষ বা কীটনাশকের সহজলভ্যতাকে এর অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে । এই গভীর সামাজিক ও মানসিক সংকট মোকাবিলায় তরুণ সমাজ ও সাধারণ মানুষকে সচেতন করতেই এই কর্মসূচির আয়োজন।
র্যালিটি ১৪ ডিসেম্বর সকাল ৮টায় শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত চলবে । এটি কোটবাড়ী দুর্গ থেকে যাত্রা শুরু করে পাইকুড়া বাজার, মজলিশপুর, চিরাং, কেন্দুয়া সদর ও সান্দিকোনা হয়ে পুনরায় কোটবাড়ী দুর্গে এসে সমাপ্ত হবে ।
প্রেরক ফাউন্ডেশন জানায়, আত্মহত্যা কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়, বরং এটি সমষ্টিগত দায়িত্ববোধ ও নিরাপদ মানসিক পরিবেশের অভাবের ফল । ‘সহায়তা চাইলে লজ্জা নয়’—এই বার্তাটি ছড়িয়ে দেওয়া এবং মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনার পরিবেশ তৈরি করাই ‘ঐক্যতান’-এর মূল লক্ষ্য ।
এই কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, সামাজিক সংগঠন, স্থানীয় সাইক্লিং গ্রুপ এবং সচেতন নাগরিকরা অংশ নেবেন । আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে তারা তরুণদের মানসিক সহায়তা চাওয়ার প্রতি উৎসাহিত করতে চান এবং প্রতিটি মানুষের জীবনে সুর ও ছন্দ ফিরিয়ে আনতে চান, যা কেন্দুয়ার সমৃদ্ধ লোকসংগীতের ঐতিহ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ ।
বিষয় : তারুণ্য

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে