বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

নারীদের সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

নারীদের সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার
ছবি সংগৃহীত

বেগম রোকেয়ার আদর্শকে অনুসরণ করে নারীদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

ড. ইউনূস বলেছেন, চারজন নারী যেভাবে রোকেয়ার পথ অনুসরণ করে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে রোকেয়া পদক অর্জন করেছেন, তা কেবল একটি পুরস্কার নয়—এটি জাতিকে এগিয়ে নেওয়ার শক্তি। তার মতে, ‘তারা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন।’

তিনি বলেন, এক শতাব্দী পেরিয়ে গেলেও সমাজ আরেকজন বেগম রোকেয়া তৈরি করতে পারেনি—এটাই বড় ব্যর্থতা। রোকেয়া যে স্বপ্ন দেখিয়েছিলেন, সমাজ এখনো তা পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।

দুর্ভিক্ষ ও কর্মজীবনের স্মৃতিচারণ করে প্রধান উপদেষ্টা বলেন, সংকটের সবচেয়ে বড় আঘাত আসে নারী ও শিশুর ওপর। তিনি জানান, রোকেয়া সমাজকে সঙ্গে নিয়ে কাজ করতেন, আজও তার নির্দেশনা অনুসরণ করলে এগিয়ে যাওয়া সম্ভব।

নারীর নেতৃত্বেই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে জানিয়ে ড. ইউনূস বলেন, ‘গণ-অভ্যুত্থানে মেয়েরা নেতৃত্ব দেখিয়েছে। আজকের নারীসমাজ ভিন্ন নারীর সমাজ। তাদের হাত ধরেই নতুন বাংলাদেশ এগিয়ে যাবে। নারীদের কেন্দ্র করে জাতীয় অগ্রগতি নিশ্চিত করতে হবে।’

এ বছর রোকেয়া পদক পেয়েছেন—নারীশিক্ষায় রুভানা রাকিব, নারী অধিকারে কল্পনা আক্তার, নারী জাগরণে ঋতুপর্ণা চাকমা এবং মানবাধিকার ক্যাটাগরিতে নাবিলা ইদ্রিস।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ঘোষণা করেন যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং স্বাগত বক্তব্য দেন সিনিয়র সচিব মমতাজ আহমেদ।

বিষয় : প্রধান উপদেষ্টা বেগম রোকেয়া

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬


নারীদের সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫

featured Image
বেগম রোকেয়ার আদর্শকে অনুসরণ করে নারীদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।ড. ইউনূস বলেছেন, চারজন নারী যেভাবে রোকেয়ার পথ অনুসরণ করে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে রোকেয়া পদক অর্জন করেছেন, তা কেবল একটি পুরস্কার নয়—এটি জাতিকে এগিয়ে নেওয়ার শক্তি। তার মতে, ‘তারা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন।’তিনি বলেন, এক শতাব্দী পেরিয়ে গেলেও সমাজ আরেকজন বেগম রোকেয়া তৈরি করতে পারেনি—এটাই বড় ব্যর্থতা। রোকেয়া যে স্বপ্ন দেখিয়েছিলেন, সমাজ এখনো তা পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।দুর্ভিক্ষ ও কর্মজীবনের স্মৃতিচারণ করে প্রধান উপদেষ্টা বলেন, সংকটের সবচেয়ে বড় আঘাত আসে নারী ও শিশুর ওপর। তিনি জানান, রোকেয়া সমাজকে সঙ্গে নিয়ে কাজ করতেন, আজও তার নির্দেশনা অনুসরণ করলে এগিয়ে যাওয়া সম্ভব।নারীর নেতৃত্বেই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে জানিয়ে ড. ইউনূস বলেন, ‘গণ-অভ্যুত্থানে মেয়েরা নেতৃত্ব দেখিয়েছে। আজকের নারীসমাজ ভিন্ন নারীর সমাজ। তাদের হাত ধরেই নতুন বাংলাদেশ এগিয়ে যাবে। নারীদের কেন্দ্র করে জাতীয় অগ্রগতি নিশ্চিত করতে হবে।’এ বছর রোকেয়া পদক পেয়েছেন—নারীশিক্ষায় রুভানা রাকিব, নারী অধিকারে কল্পনা আক্তার, নারী জাগরণে ঋতুপর্ণা চাকমা এবং মানবাধিকার ক্যাটাগরিতে নাবিলা ইদ্রিস।অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ঘোষণা করেন যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং স্বাগত বক্তব্য দেন সিনিয়র সচিব মমতাজ আহমেদ।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত