দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে, যা সাড়ে ৩ মাস বন্ধ থাকার পর। দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার কারণে, সরকার এবার দাম নিয়ন্ত্রণে রাখতে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে।
সাড়ে ৩ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার কারণে দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার এবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে।
এদিকে পেঁয়াজ আমদানির খবরে দেশি পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৩০ টাকা। ১১০ টাকা কেজি দরের মুড়ি কাটা পেঁয়াজ আজ বিক্রয় হচ্ছে ৮০ টাকা কেজি দরে। দেশীয় শুকনো ১৩০ টাকা দরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। ভারতীয় পেঁয়াজ প্রতি মেট্রিক টন ৪১০ মার্কিন ডলারে শুল্কায়ন করা করা হচ্ছে।
দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার আমদানি অনুমতি দিয়েছে। আজ থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে, যা আমদানি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর। আমদানি বাড়লে পেঁয়াজের দাম আরও কমে আসবে।
চলতি বছরের ১৪ আগস্ট এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি করা হয়েছিল। রিপোর্ট লেখার সময় পর্যন্ত, বন্দরের চারজন আমদানিকারক ১২০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করার অনুমতি পেয়েছেন।

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে