বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

কোনো বিশেষ দলের জন্য যেন নির্বাচনী প্রক্রিয়া থেমে না যায়: নাহিদ

কোনো বিশেষ দলের জন্য যেন নির্বাচনী প্রক্রিয়া থেমে না যায়: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচন কমিশনকে সকল রাজনৈতিক দলকে একত্রিত করে নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হবে। কোনো একটি বিশেষ দলের জন্য যেন নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয়।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এনসিপির পলিসি ডায়লগ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের বরাবর বলা হয়েছে আমরা নির্বাচন বিরোধী। কিন্তু আমরা নির্বাচন চাই। ওদিকেই যেতে হবে। তবে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে তারপর নির্বাচনে যেতে হবে। একটি বিশেষ রাজনৈতিক দলের জন্য সময়সীমা বদলাবে বলে মনে করি না।’

একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মূল ব্যক্তির সুস্থতার ব্যাপার আছে। আমরা চাই সব রাজনৈতিক দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল হোক বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপি কারও সঙ্গে কোনো অপ্রকাশ্য বা প্রকাশ্য সমঝোতায় যায়নি উল্লেখ করে দলটির আহ্বায়ক বলেন, ‘আমাদের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা চলছে। শিগগিরই আমরা প্রার্থী তালিকা ঘোষণা করবো। তৃতীয় একটি জোট নিয়ে আলোচনা চলছে। পুরানপন্থী দলগুলোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং জনগণের তাদের প্রতি আস্থা নেই। তাই আমরা নতুন ধারার রাজনীতি করতে চাই।’

তিনি বলেন, ‘আমরা আমাদের ভিশন-মিশন কম্প্রোমাইজ করে রাজনীতি করবো না। গণতান্ত্রিক ও অর্থনৈতিক সংস্কার আমাদের গুরুত্বপূর্ণ এজেন্ডাবৈষম্যবিরোধী নামটার কারণেআন্দোলন জনপ্রিয়তা পেয়েছিলএই নাম সচেতনভাবেই দেওয়া হয়েছিল।’

তিনি আরও জানান, ৬৯ এর গণঅভ্যুত্থানের পর ৭০ এর নির্বাচন হয়েছিলো, জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়েছিলো কিন্তু তখনকার রাষ্ট্রের দায়িত্বরতরা তা মেনে নেয়নি, দেশে যুদ্ধ হয়েছে। ৯০ এর অভ্যুত্থানে যে কমিটমেন্ট করা হয়েছে সেটা নির্বাচিত সরকার রাখেনি। ২০২৪ এর অভ্যুত্থানের কমিটমেন্ট না রাখলে দেশ বিপর্যয়ের দিকে যেতে পারে।

বিষয় : নাহিদ ইসলাম

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬


কোনো বিশেষ দলের জন্য যেন নির্বাচনী প্রক্রিয়া থেমে না যায়: নাহিদ

প্রকাশের তারিখ : ০৫ ডিসেম্বর ২০২৫

featured Image
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচন কমিশনকে সকল রাজনৈতিক দলকে একত্রিত করে নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হবে। কোনো একটি বিশেষ দলের জন্য যেন নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয়।শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এনসিপির পলিসি ডায়লগ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের বরাবর বলা হয়েছে আমরা নির্বাচন বিরোধী। কিন্তু আমরা নির্বাচন চাই। ওদিকেই যেতে হবে। তবে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে তারপর নির্বাচনে যেতে হবে। একটি বিশেষ রাজনৈতিক দলের জন্য সময়সীমা বদলাবে বলে মনে করি না।’একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মূল ব্যক্তির সুস্থতার ব্যাপার আছে। আমরা চাই সব রাজনৈতিক দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল হোক বলেও মন্তব্য করেন তিনি।এনসিপি কারও সঙ্গে কোনো অপ্রকাশ্য বা প্রকাশ্য সমঝোতায় যায়নি উল্লেখ করে দলটির আহ্বায়ক বলেন, ‘আমাদের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা চলছে। শিগগিরই আমরা প্রার্থী তালিকা ঘোষণা করবো। তৃতীয় একটি জোট নিয়ে আলোচনা চলছে। পুরানপন্থী দলগুলোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং জনগণের তাদের প্রতি আস্থা নেই। তাই আমরা নতুন ধারার রাজনীতি করতে চাই।’তিনি বলেন, ‘আমরা আমাদের ভিশন-মিশন কম্প্রোমাইজ করে রাজনীতি করবো না। গণতান্ত্রিক ও অর্থনৈতিক সংস্কার আমাদের গুরুত্বপূর্ণ এজেন্ডা। বৈষম্যবিরোধী নামটার কারণে ঐ আন্দোলন জনপ্রিয়তা পেয়েছিল। এই নাম সচেতনভাবেই দেওয়া হয়েছিল।’তিনি আরও জানান, ৬৯ এর গণঅভ্যুত্থানের পর ৭০ এর নির্বাচন হয়েছিলো, জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়েছিলো কিন্তু তখনকার রাষ্ট্রের দায়িত্বরতরা তা মেনে নেয়নি, দেশে যুদ্ধ হয়েছে। ৯০ এর অভ্যুত্থানে যে কমিটমেন্ট করা হয়েছে সেটা নির্বাচিত সরকার রাখেনি। ২০২৪ এর অভ্যুত্থানের কমিটমেন্ট না রাখলে দেশ বিপর্যয়ের দিকে যেতে পারে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত